শেষ আপডেট: 15th January 2024 11:54
দ্য ওয়াল ব্যুরো: সোমবার ৬৮ তম জন্মদিন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতীর। দিনটি তাঁর দল জনকল্যাণ দিবস হিসাবে পালন করছে। দলীয় সূত্রে আরও খবর, ইন্ডিয়া জোটে বিএসপি থাকবে কিনা সে ব্যাপারে সোমবার অবস্থান স্পষ্ট করতে পারেন দলিত নেত্রী।
এদিকে, সোমবার সকাল সকাল মায়াবতীকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মায়াবতীকে জন্মদিনে যোগীর শুভেচ্ছা জ্ঞাপন নতুন নয়। তবে অতীতে তিনি ফোন করেননি। সমাজ মাধ্যমে বিবৃতি দিয়েছেন মাত্র।
যেমন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন। যোগীর ফোন করে শুভেচ্ছা জ্ঞাপনের পিছনে রাজনৈতিক মহল লোকসভা ভোটের অঙ্ক দেখছে।
ইন্ডিয়া অ্যালায়েন্সে মায়াবতীর দলকে গোড়ায় আমন্ত্রণ জানানো হয়নি। তবু গত বছর উত্তর প্রদেশে চারটি বিধানসভা আসনের দুটিতে বিএসপি প্রার্থী না দিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির পাশে ছিল।
মায়াবতীর দলের একাংশ জোটে যোগ দিতে আগ্রহী বলে খবর। কংগ্রেস ও সমাজবাদী পার্টির সঙ্গে আলোচনায়ও চলছে। একটি সূত্রের খবর, সনিয়া গান্ধী চাইছেন, মায়াবতীকে জোটে নেওয়া হোক। কারণ, গত বছর বিধানসভা ভোটে মায়াবতীর দল মাত্র দুটি আসন পেলেও বহু জায়গায় কংগ্রেস ও এসপির ভোটে ভাগ বসিয়েছে।
এই পরিস্থিতি মাথায় রেখে দলিত নেত্রীকে পুরোপুরি উপেক্ষা করা ঠিক হবে না, মনে করছে কংগ্রেসের একাংশ। আর সেই কারণেই বিজেপিও তৎপর। তারা চাইছে, মায়াবতী বিধানসভা ভোটের মতো একাই লড়াই করুন। কোনও জোটে যেন তাঁর দল যোগ না দেয়। অনেকেই মনে করেছেন, শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এই বিষয়েও তাঁর সঙ্গে কথা হয়ে থাকতে পারে যোগীর।