শেষ আপডেট: 14th April 2025 08:28
দ্য ওয়াল ব্যুরো: বহুজন সমাজ পার্টির (BSP) জাতীয় সমন্বয়কের পদ থেকে ভাইপো আকাশ আনন্দকে (Akash Anand) মাস দুই আগে সরিয়ে দিয়েছিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী (Mayawati)। দেড় বছরের মধ্যে দ্বিতীয়বার পদ থেকে অপসারণ করেন আকাশকে। ফের আগের পদে তাঁকে ফিরিয়ে আনছেন পিসি।
তার আগে অবশ্য তরুণ ভাইপো পিসিকে কথা দিয়েছেন তিনি শ্বশুরের কথায় দল চালাবেন না। ভাইপোর শ্বশুর অশোক সিদ্ধার্থকে আগেই দল থেকে তাড়িয়ে দিয়েছেন মায়াবতী। গত মার্চে দুজনের বিরুদ্ধেই দল বিরোধী কাজের অভিযোগে পদক্ষেপ করেছেন তিনি।
বহুজন সমাজ পার্টির নতুন আহ্বায়ক করা হয় আকাশের বাবা, তথা মায়াবতীর ভাই আনন্দ কুমারকে। ফের আবার বাবার জায়গায় ছেলে ফিরছেন।
তবে বিএসসি নেত্রী জনিয়ে দিয়েছেন, দল চালাতে হবে তাঁর সঙ্গে আলোচনা করে। মায়াবতীর ঘোষণা, আমি সুস্থ আছি। দলে আমার উত্তরসূরি বাছার সময় আসেনি।
দেড় বছরের মধ্যে দু'বার ভাইপোকে দলের পদ থেকে সরিয়ে দিয়ে ফিরিয়ে আনার সিদ্ধান্ত ঘিরে শুধু বিরোধী মহলে নয়, বিএসপির অন্দরেও বিস্তর প্রশ্ন আছে। একান্তে দলের অনেকেই বলছেন, ভাইপোকে শাসন করে মায়াবতী দেখাতে চাইছেন, তাঁর চোখে কেউ দলের ঊর্ধ্বে নয়। আবার দলের একাংশেড মতে এই খামখেয়ালির আসল উদ্দেশ্য ভাইপোকে মায়াবতী উত্তরসূরি ঘোষণার রাস্তা পাকা করছেন।
পড়াশুনোর সুত্রে বিদেশে বেড়ে ওঠা বছর তিরিশের আকাশকে মায়াবতী তাঁর উত্তরসূরি হিসাবে বেছে নেওয়ার আভাস দিয়েছিলেন বছর দুই আগে। ২০২৩-এ ভাইপোকে দলের জাতীয় সমন্বয়কারীর পদে বসান। মায়াবতীর পরেই দলের দ্বিতীয় সর্বচ্চ ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠেন ওই তরুণ।
গত বছর লোকসভা ভোটের প্রচার শুরুর পর আচমকাই আকাশকে ওই পদ থেকে সরিয়ে দেন মায়াবতী। দলের তরফে বলা হয় আরও অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এই পদক্ষেপ। পরে জানা যায়, আকাশের তীব্র বিজেপি (BJP) বিরোধিতায় লাগাম টানতেই পদ থেকে সরান তাঁকে। তিনি মনে করেছিলেন, বিএসপির অতি বিজেপি বিরোধিতার সুবিধা হবে কংগ্রেসের পক্ষে যাবে।
তবে লোকসভা ভোট মিটতেই ভাইপোকে পদে ফিরিয়ে আনেন। তারপর বছর ঘোরার আগে পদ থেকে সরিয়ে দল থেকেও বহিষ্কার করেন।
বিএসপি সুত্রে জানা যাচ্ছে, আকাশ আসলে তাঁর শ্বশুর অশোক সিদ্ধার্থের কথায় চলছিলেন। মাস কয়েক আগে অশোককেও দলের পদ থেকে সরান মায়াবতী। বিএসপি সুপ্রিমোর কাছে খবর পৌঁছায় আকাশকে নিয়ে দলে ঘোঁট পাকাচ্ছেন অশোক। তাতেই চটেছেন মায়াবতী।
আগের পদে আকাশকে ফিরিয়ে আনার বিষয়ে মায়াবতীর জবাব, আকাশ নিজের ভুল স্বীকার করেছে৷ দলের প্রবীণেরা তাঁর কথায় খুশি।
ওয়াকিবহাল মহল মনে করছে, দলে কেউই শৃঙ্খলার ঊধ্বে নন, বার্তা দিতেও নেত্রী ভাইপোকে শাস্তি দিয়ে বাকিদের সতর্ক করেছেন। আসলে দলে তাঁর লাগাম আলগা হয়ে আসছে। গত পাঁচ-ছয় বছর যাবত বহুজন সমাজ পার্টির খারাপ অবস্থা যাচ্ছে। উত্তর প্রদেশে তিনবার সরকার পরিচালনা করা বিএসপির এখন সে রাজ্যে বিধায়ক মাত্র দু’জন। দলের ভোট ছয় শতাংশে নেমে গিয়েছে। গত লোকসভা ভোটেও ভরাডুবি হয়েছে। অন্যদিকে, দীর্ঘদিনের প্রতিপক্ষ সমাজবাদী পার্টি বিরোধী দলের মর্যাদা নিয়ে রাজনীতি করছে। স্বভাবতই দলকে ফের আগের অবস্থায় ফেরাতে চাইছেন মায়াবতী। কিন্তু বাস্তবে তাঁকে আর শেষকথা বলে মানছে না দলের একাংশ, টের পেয়েছেন মায়াবতী। মেয়ে জামাইকে সামনে রেখে অশোকের শ্বশুর বিএসপি ভাঙার চেষ্টা করছিলেন বলে খবর।