শেষ আপডেট: 10th December 2023 15:29
দ্য ওয়াল ব্যুরো: চব্বিশের লোকসভা নির্বাচনের আগে নিজের দলের উত্তরসূরির নাম ঘোষণা করলেন বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী। রবিবার লখনউতে বিএসপি-র দলীয় বৈঠকের পরই নিজের উত্তরাধিকারীর নাম জানালেন তিনি। মায়াবতী জানান, তাঁর পরে দলের দায়িত্ব নেবেন তাঁরই ভাইপো আকাশ আনন্দ।
সংবাদমাধ্যম সূত্রে খবর, লখনউতে দলীয় বৈঠকে দলের অন্যান্য নেতা-নেত্রীদের সামনে মায়াবতী জানান তাঁর উত্তরাধিকারী হবেন আকাশ আনন্দ। সংবাদমাধ্যম সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএসপি নেতা উদয়বীর সিং মায়াবতীর ঘোষণার কথা জানান।
২০১৯ লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারে দেখা যায় আকাশ আনন্দকে। সাহারানপুরের এক জনসভায় মায়াবতী আনন্দের পরিচয় করান জনগণের সঙ্গে। মায়াবতীর ছোট ভাই আনন্দ কুমারের ছেলে হলেন আকাশ। তারপর থেকেই বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে মায়াবতীর ভাইপোকে। দলে তাঁর গুরুত্বও বাড়তে থাকে।
২০১৭ সালে রাজনৈতিক আঙিনায় পা দিয়েছিলেন মায়াবতীর ভাইপো। তখন তাঁর বয়স ছিল ২২ বছর। লন্ডন থেকে এমবিএ পাশ করে দেশে ফিরে এসে পিসির সঙ্গে রাজনীতি যাত্রা শুরু করেন আকাশ। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের আগ্রাতে প্রথম জনসভা করেন তিনি।
২০২৪ সালের নির্বাচনের আগে দেশের অধিকাংশ ছোট-বড় বিজেপি বিরোধী দল যখন একজোটে লড়াই করার কথা বলছে, তখন মায়াবতী উল্টো পথে হেঁটেছেন। 'একলা চলো' নীতিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করার কথা ঘোষণা করেছে বিএসপি। মায়াবতী বলেছিলেন, 'আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি জোরকদমে নিচ্ছে দল।' যদিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা করে লড়াই করেছিলেন। তবে আসন্ন লোকসভা নির্বাচনে অখিলেশ 'ইন্ডিয়া' জোটের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।