শেষ আপডেট: 29th January 2025 10:55
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াগরাজে এর আগে একদিন আগুন লেগেছিল আখড়ার তাঁবুতে। এবার মৌনী অমাবস্যায় লণ্ডভণ্ড অবস্থা হল মহা কুম্ভে। মৌনী অমাবস্যার (Mauni Amavasya 2025) পবিত্র স্নানের (Amrit Snan) সময়ে ভয়াবহ পদপিষ্টের (stampede) ঘটনা ঘটেছে বুধবার ভোর রাতে। এদিন অন্ধকার থাকতেই গঙ্গার ঘাটে বিপুল সংখ্যক ভক্তের সমাগমে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। স্থানীয় সূত্রে খবর, ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে র্যাপিড অ্যাকশন ফোর্স নামাতে হয়েছে। আখড়াগুলো অমৃতস্নানে যাওয়া স্থগিত রেখেছে। প্রশাসনের তরফে বলা হয়েছে কেউ যেন পারতপক্ষে সঙ্গমের দিকে না যান। পরিস্থিতির খোঁজ নিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তিন বার ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মহা কুম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মৌনী অমাবস্যা। লক্ষ লক্ষ তীর্থযাত্রী এদিন প্রয়াগরাজের সঙ্গমে স্নান করতে ভিড় জমিয়েছিলেন। প্রবল ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় মেলা কর্তৃপক্ষ। অতিরিক্ত ভিড়ের চাপ সামলাতে কর্তৃপক্ষ একাধিক ঘোষণার মাধ্যমে ভক্তদের দ্রুত ঘাট খালি করার অনুরোধ জানায়। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। উত্তেজনার মধ্যে আচমকাই সঙ্গম এলাকায় পদপিষ্টের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহতদের দ্রুত মেলা প্রাঙ্গণের কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর একাধিক অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছয়। স্ট্রেচারে করে আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।
অমৃত স্নান স্থগিত
ভয়াবহ ঘটনার পর একাধিক আখড়া ‘অমৃত স্নান’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। জুনা আখড়ার মুখপাত্র নারায়ণ গিরি জানান, পরিস্থিতির চাপে আপাতত স্নান স্থগিত রাখা হয়েছে। একই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী। তিনি বলেন, “সকালে যা ঘটেছে, তাতে স্নান করা সম্ভব নয়। আমাদের সাধু-সন্তারা প্রস্তুত থাকলেও এই পরিস্থিতিতে আমরা স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
এদিকে, মর্মান্তিক পরিস্থিতির কারণে বহু ভক্ত মৌনী অমাবস্যার স্নান না করেই ফিরে যেতে বাধ্য হন। মেলা কর্তৃপক্ষের তরফে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভক্তদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন সঙ্গমের দিকে না যান এবং অন্যান্য স্নান ঘাট ব্যবহার করেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে বিকল্প ঘাটে ভক্তদের স্নান সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে।
পদপিষ্টের ঘটনার পর মেলা প্রাঙ্গণে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, জনস্রোত নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে এমন মর্মান্তিক ঘটনা পুনরাবৃত্তি না হয়।