শেষ আপডেট: 14th December 2023 23:33
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে গ্রেফতার ললিত ঝা! বুধবার সংসদে ' হামলা'র ঘটনার অন্যতম কান্ডারি ছিল সে। এই ঘটনায় পুলিশ বুধবার পাঁচজনকে হেফাজতে নিলেও ললিতের নাগাল পাওয়া যাচ্ছিল না। অবশেষে দেড়দিন পর রাজধানী দিল্লি থেকেই ললিত ঝাকে গ্রেফতার করা হল।
বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন দর্শকদের বসার গ্যালারি থেকে আচমকাই নিচে ঝাঁপ দিয়েছিলেন দুই যুবক-যুবতী l জুতোর ভিতর থেকে স্মোক ক্যানিস্টার বের করে হলুদ ধোঁয়ায় গোটা লোকসভা ভরিয়ে দিয়েছিলেন তারা। মুখে ছিল স্লোগান, "তানাশাহী নেহি চলেগা"।
সেই একই সময় অধিবেশন কক্ষের বাইরে থেকেও স্লোগান দিতে দিতে রঙিন গ্যাস স্প্রে করছিলেন আরও কয়েকজন। ললিত ছিলেন তাদের মধ্যেই একজন। এই ঘটনায় মোট ৬ জন জড়িত ছিল বলে জানায় পুলিশ। তাদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল বুধবারই। তবে পলাতক ছিল ললিত। শুক্রবার দিল্লি থেকে গ্রেফতার করা হল তাকে।
বৃহস্পতিবার সকালেই ললিতের কলকাতা যোগের কথা উঠে এসেছিল। জানা গিয়েছিল, বুধবার যখন তার সহযোগীরা সংসদের ভিতরে বিক্ষোভ দেখাচ্ছিল তখন বাইরে থেকে সেই ঘটনার ভিডিও রেকর্ড করে উত্তর ২৪ পরগনার হালিশহরের বাসিন্দা নীলাক্ষ আইচ নামে একজনকে পাঠিয়েছিলেন ললিত। বিধাননগর কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া এই নীলাক্ষ একটি এনজিও চালান। সেই এনজিওর সূত্রেই তাঁর সঙ্গে ললিতের আলাপ বলে জানতে পারে পুলিশ।
ললিত যে শুধু নীলাক্ষর এনজিও সঙ্গে যুক্ত ছিলেন তাই নয়। কলকাতার বড়বাজারে বেশ কিছুদিন ভাড়া ছিলেন তিনি। সেই সময় প্রতিবেশী কয়েকজন বাচ্চাকে ললিত টিউশন পড়াতেন বলে জানা গেছে। তবে রাতে তাঁকে কখনও বাড়িতে থাকতে দেখা যায়নি। সেই বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছেন, সেটাও বেশ কিছুদিন হয়ে গেল।
তবে এই ঘটনার সূত্রেই এবার তদন্তকারীদের রাডারে উঠে এসেছেন নীলাক্ষ। বৃহস্পতিবার দুপুরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি দল তাঁর হালিশহরের বাড়িতে পৌঁছে যায়। নীলাক্ষর সঙ্গে ললিতের আলাপের সূত্র কী, সংসদে হামলার ব্যাপারে তিনি কতটা জানতেন, কেনই বা তাঁকে ঘটনার ভিডিও পাঠালেন ললিত, এই সমস্ত কিছুই এখন খতিয়ে দেখা হচ্ছে। তার মধ্যেই ললিত গ্রেফতার হওয়াতে তদন্তের কাজ তুলনায় সহজ হল বলেই অনুমান।