শেষ আপডেট: 17th February 2025 20:02
দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু। রবিবার রাতে হোস্টেল থেকে তৃতীয় বর্ষের তরুণী ছাত্রী প্রকৃতি লামসালের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কেআইটি বিশ্ববিদ্যালয়ে।
সূত্রের খবর তরুণী নেপালের বাসিন্দা ছিলেন। কিন্তু কী কারণে পড়ুয়া আত্মহত্যার পথ বেছে নিলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নেপালি পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধেই পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন।
পরে বিষয়টি জানাজানি হতেই বিশ্ববিদ্যালয়ের তরফে রাতারাতি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয় নেপাল থেকে আসা পড়ুয়াদের এখনই ক্যাম্পাস ছাড়তে হবে। এরপরই রাগে ফেটে পড়েন তাঁরা।
উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে কীভাবে পড়ুয়ার মৃত্যু হল তার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন সহপাঠীরা। প্রকৃতির বন্ধুদের অভিযোগ, প্রাক্তন প্রেমিক অদ্বিতীয় শ্রীবাস্তব তাঁকে চূড়ান্ত হয়রানি করে বলে অভিযোগ। সে কারণেই এমন সিদ্ধান্ত। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মুখোমুখি হয়েছেন। যার মধ্যে একটি ভিডিওতে, দুই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে রীতিমতো পড়ুয়াদের শাসানি দেওয়ার ছবি দেখা গিয়েছে। একজন শিক্ষিকাকে বলতে শোনা যায়, আমরা ৪০ হাজারেরও বেশি পড়ুয়াকে বিনামূল্যে খাওয়াচ্ছি এবং পড়াচ্ছি। যা নেপালের বাজেটের চেয়েও বেশি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
a nepali student (Prakriti Lamsal) took her own life after being constantly harassed by her ex boyfriend (Advik Shrivastava) at KIIT University, India.
— devin (@realGodfr) February 17, 2025
This is how the university authority is treating Nepali students after they demanded a proper investigation. pic.twitter.com/WkI03XRDhp
এদিকে বিক্ষোভ মাত্রা ছাড়ালে ক্যাম্পাসে মোতায়েন করা হয় বিশাল সংখ্যক পুলিশ। কলেজের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে: রবিবার বি-টেকের তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক নেপালি ছাত্রী হোস্টেলে আত্মহত্যা করেছেন। সন্দেহ করা হচ্ছে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক ছাত্রের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। সেখান থেকেই ঝামেলা হওয়ায় চরম সিদ্ধান্ত নেন তরুণী।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে পড়ুয়ার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।