শেষ আপডেট: 23rd August 2024 14:57
দ্য ওয়াল ব্যুরো: এবার অসম। আর জি কর কাণ্ড নিয়ে দেশ যখন উত্তাল, তখন একের পর এক রাজ্য থেকে মিলছে ধর্ষণের খবর। কলকাতার ঘটনা নিয়ে যে বিজেপি শাসক তৃণমূল বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে, এবার সেই বিজেপি শাসিত অসমে নাবালিকা কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটল। নগাঁও জেলার ঢিঙ এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনজন মিলে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ।
এই ঘটনার জানাজানি হওয়ার পর আজ, শুক্রবার থেকে ব্যাপক বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। দশম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে স্থানীয়রা লাগাতার শহর বনধের ডাক দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭-৮টা নাগাদ মেয়েটি টিউশন পড়ে বাড়ির পথে ফিরছিল। সেই সময় তিনজন তাকে ধর্ষণ করে।
পুলিশ জানিয়েছে, ধর্ষণ করার পর ওই তিনজন তাকে বোরভেটি এলাকায় রাস্তার ধারে নগ্ন অবস্থায় ফেলে যায়। মেয়েটি অত্যাচারের চোটে সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। আশপাশের লোকজন প্রায় ঘণ্টাখানেক পরে তাকে ওই অবস্থায় উদ্ধার করেন। তাঁরাই পুলিশে খবর দিলে মেয়েটিকে নিয়ে যাওয়া হয় ঢিঙ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তার শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ভর্তি করা হয়ে নগাঁও সরকারি হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিনজন বাইকে করে এসেছিল। পুলিশের সন্দেহ তারা মেয়েটির মুখে কিছু স্প্রে করেছিল। তারপর মুখ বেঁধে নৃশংস অত্যাচার চালায়। পুলিশ জানিয়েছে, তিন দুষ্কৃতীকেই চিহ্নিত করা গিয়েছে। যার মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে। ধৃত ব্যক্তির নাম না জানালেও স্থানীয় সংবাদমাধ্যমে তার নাম ঘোরাফেরা করছে।
প্রতি বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচক অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পুলিশকর্তাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এক এক্সবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, নাবালিকার উপর যে নৃশংস ঘটনা ঘটেছে তা অমানবিক। আমাদের যাবতীয় সত্তাকে আঘাত করেছে। দোষীদের কাউকে আমরা ছাড়ব না। তাদের বিচার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
যদিও মুখ্যমন্ত্রী শাস্তির ব্যবস্থার আশ্বাসে ভোলেননি শহরের মানুষজন। এদিন সকাল থেকে ঢিঙ এলাকায় সর্বত্র সর্বাত্মক বনধ পালিত হচ্ছে। হাজার হাজার মানুষ পথে নেমে এই গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ করছেন। শহরে অনির্দিষ্টকালের বনধ ডাকা হয়েছে। তাতে সাড়া দিয়ে এলাকার দোকানপাট, স্কুল, ব্যাঙ্ক সবই বন্ধ রয়েছে।