শেষ আপডেট: 15th September 2024 18:40
দ্য ওয়াল ব্যুরো: একটানা ভারী বৃষ্টিপাতের জের। ফের ভয়াবহ দুর্যোগের স্মৃতি ফিরল উত্তরাখণ্ডে। রবিবার দুপুরেই দেবভূমির পিথারাগোড়ে ধস নামে। ভয়াবহ ধসের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনায় কারও প্রাণহানি না হলেও ধ্বংসলীলা ছবি সামনে আসতেই রীতিমতো আঁতকে উঠছে দেশবাসী।
ধসের কারণে ইতিমধ্যে বন্ধ যান চলাচল। লাগাতার বৃষ্টি উপেক্ষা করেই স্থানীয় প্রশাসন রাস্তা সারাইয়ের কাজ জোরকদমে শুরু করেছে। তবে সময় যত গড়াচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যে, ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং দু’জন নিখোঁজ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টিপাতের জেরে ধস নেমে বন্ধ তাওয়াঘাট-দারচুলা জাতীয় সড়কে-সহ মোট ৪৭৮ রাস্তা। অন্যদিকে ধসের জেরে বিপর্যস্ত কেদারনাথ-রুদ্রপ্রয়াগ ও উত্তরকাশীর হৃষীকেশ-যমুনোত্রী জাতীয় সড়কেও যান চলাচল।
রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, কুমায়ুন অঞ্চলে ভারী বৃষ্টির কারণে আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। প্রশাসনের তরফে সবরকম চেষ্টা করা হলেও বিভিন্ন প্রান্তে ধসের কারণে নতুন করে সমস্যা বাড়ছে। ইতিমধ্যে উত্তরাখণ্ডে জারি হয়েছে হাই অ্যালার্ট। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
এর আগে ২০১৩ সালে ভয়াবহ বিপর্যয়ের সাক্ষী হয়েছিল উত্তরাখণ্ড। ১০ বছর ঘুরলেও নতুন করে বিপর্যয়ের ঘটনায় আতঙ্কিত উত্তরাখণ্ডবাসী।