Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Varanasi Station Fire

উত্তরপ্রদেশের বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে বিরাট আগুন, পুড়ে ছাই ২০০টি বাইক

আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই তাঁরা সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

উত্তরপ্রদেশের বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে বিরাট আগুন, পুড়ে ছাই ২০০টি বাইক

বারাণসী স্টেশনে ভয়ঙ্কর আগুন

শেষ আপডেট: 30 November 2024 06:05

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই অন্তত ২০০টি বাইক। এছাড়া স্টেশনের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ভোরে স্টেশনে বিধ্বংসী আগুন লাগে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই তাঁরা সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলের কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, আগুনের লেলিহান শিখায় পুড়ছে একাধিক বাইক। কমপক্ষে ২০০টি বাইক পুড়ে ছাই হয়ে গেছে। 

মূলত স্টেশনের পার্কিং চত্বরে আগুন লেগেছিল। ভোরের দিকে এই ঘটনা ঘটায় ওই চত্বরে বেশি কেউ ছিল না। তাই স্বস্তির বিষয় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। দিনের অন্য সময়ে হলে বড়সড় বিপদ হতে পারত বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

পুড়ে যাওয়া বাইকগুলি রেল এবং স্টেশন কর্মীদের ছিল বলে জানা গেছে। পেট্রোল থাকায় একদম কম সময়ের মধ্যেই বাইকগুলিতে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও কারণে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। জিআরপি, আরপিএফ, পুলিশ এবং দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। 


ভিডিও স্টোরি