বারাণসী স্টেশনে ভয়ঙ্কর আগুন
শেষ আপডেট: 30 November 2024 06:05
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই অন্তত ২০০টি বাইক। এছাড়া স্টেশনের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ভোরে স্টেশনে বিধ্বংসী আগুন লাগে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই তাঁরা সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলের কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, আগুনের লেলিহান শিখায় পুড়ছে একাধিক বাইক। কমপক্ষে ২০০টি বাইক পুড়ে ছাই হয়ে গেছে।
মূলত স্টেশনের পার্কিং চত্বরে আগুন লেগেছিল। ভোরের দিকে এই ঘটনা ঘটায় ওই চত্বরে বেশি কেউ ছিল না। তাই স্বস্তির বিষয় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। দিনের অন্য সময়ে হলে বড়সড় বিপদ হতে পারত বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পুড়ে যাওয়া বাইকগুলি রেল এবং স্টেশন কর্মীদের ছিল বলে জানা গেছে। পেট্রোল থাকায় একদম কম সময়ের মধ্যেই বাইকগুলিতে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও কারণে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। জিআরপি, আরপিএফ, পুলিশ এবং দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।