শেষ আপডেট: 14th March 2025 16:03
দ্য ওয়াল ব্যুরো: রঙের উৎসবের (holi Festival) দিন দুপুরেই গুজরাতে (Gujrat) ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। রাজকোটে (Rajkot) একটি আবাসনে (Apartment) আগুন লেগে কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। আবাসনের ভিতরে কমপক্ষে ৫০ জন মানুষ আটকে ছিলেন। সবাইকেই নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। তবে উদ্ধারকারীদের মধ্যে দু'জন ঝলসে গিয়েছেন বলে খবর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাজকোটের ১৫০ ফুট রিং রোডের আটলান্টিস ভবনে রং খেলা চলছিল, সে সময় কোনও ভাবে আগুন লেগে যায় আবাসনের ছয় তলায়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়তেই খবর দেওয়া হয় দমকলকে।
পরে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে শেষ পাওয়া খবর, আগুন বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি আয়ত্তে আসেনি। তবে আবাসনের ভিতরে আটকে পড়া ৫০ জন বাসিন্দাকে উদ্ধার করার হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এমন কাণ্ড। এদিন আগুন লাগতেই কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক। আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে। তবে দমকল সূত্রে খবর, এদিন সাত তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে যায়।
আবাসনে আগুন লাগার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আবাসনের সামনে ভিড় জমিয়েছেন বহু আতঙ্কিত মানুষ। রাজকোটের ডিসিপি ক্রাইম পার্থরাজসিংহ গোহিল ঘটনা প্রসঙ্গে জানান, কীভাবে আবাসনে আগুন লেগেছে, তা জানা যায়নি এখনও। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ছয় তলায় মেরামতির কাজ চলছিল, সেখান থেকেই শট সার্কিটের ঘটনা ঘটে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে তাঁরা তিনজনই ছয় তলায় কাজ করছিলেন বলে খবর।