দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি এক ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্যক্তিকে জামিন দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। তবে শর্ত একটাই— তিন মাসের মধ্যে বিয়ে করতে হবে নির্যাতিতাকে। বিচারপতি কৃষাণ পাহালের এই রায় নিয়ে ঘনিয়েছে বিতর্ক।
জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, ৯ লাখ টাকা প্রতারণা এবং অশ্লীল ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। তবে রায় শোনার পরে ২৬ বছর বয়সি অভিযুক্ত নরেশ মীনা আদালতে দাবি করেন, তিনি ‘সৎ ও দায়িত্ববান ব্যক্তি’ এবং নির্যাতিতার দেখভাল করার জন্য তাঁকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে প্রস্তুত।