শেষ আপডেট: 30th January 2025 08:45
দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পর শেষমেশ টনক নড়ল উত্তরপ্রদেশ প্রশাসনের। কুম্ভমেলা চত্বরে একাধিক বদল আনা হয়েছে। ভিভিআইপি পাস বাতিল থেকে শুরু করে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে যোগী সরকার। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, পদপিষ্টের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি অন্তত ৯০ জন। তবে রয়টার্স ইতিমধ্যে দাবি করেছে ৩০ নয়, মৃতের সংখ্যা ৪০।
পদপিষ্টের ঘটনা এবং মৃত্যুমিছিলের পর স্বাভাবিকভাবেই যোগী সরকারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা শুরু থেকেই 'ভিআইপি কালচার'-এর ইস্যুতে কটাক্ষ করে গেছে উত্তরপ্রদেশ সরকারকে। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে না ভেবে শুধু ভিআইপিদের নিয়ে ভেবেছে যোগী সরকার। তাতেই এত বড় ঘটনা। যদিও শেষমেশ কুম্ভমেলা চত্বরে একাধিক পরিবর্তন আনা হয়েছে।
প্রয়াগরাজের ডিআইজি বৈভব কৃষ্ণ আগেই জানিয়েছেন, ভিড় সামলানোর জন্য যে ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল তা ভেঙে যায়। সেই মুহূর্তে প্রচুর মানুষ ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। পিছনের পুরো ভিড় তাঁদের ওপর গিয়ে পড়ে। এই কারণে দুর্ঘটনা। এবার পুলিশের তরফে মেলা চত্বরে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।
কী কী নিয়ম বদল হল
গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা - কুম্ভমেলা চত্বরে ছোট থেকে বড় যে কোনও গাড়ি চলাচল এবং প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভিভিআইপি পাস বাতিল - জরুরি পরিস্থিতি ছাড়া কোনও ব্যক্তি বা গাড়িকে ভিভিআইপি পাস দেখালেও ঢুকতে দেওয়া হবে না মেলা চত্বরে।
ওয়ান ওয়ে রুট - ভক্তদের সুবিধার্থে ওয়ান ওয়ে ট্রাফিক সিস্টেম ব্যবস্থা শুরু করা হয়েছে।
জেলা সীমানায় গাড়ি ঢোকা বন্ধ - পড়শি একাধিক জেলা থেকে যে সমস্ত গাড়ি প্রয়াগরাজে আসছে তাদের জেলা-সীমানাতেই আটকানো হবে। যাতে মেলা চত্বরে আর ভিড় না বাড়ে।
শহরে চারচাকা গাড়ি প্রবেশ নিষিদ্ধ - আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে চার চাকা গাড়ি ঢোকাতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পদপিষ্টের ঘটনা নিয়ে অবশ্য উত্তরপ্রদেশ পুলিশের ব্যাখ্যা, ডুব দেওয়ার জন্য অপেক্ষারত ভক্তদের ওপর শয়ে শয়ে মানুষ পড়ে যান, তার ফলেই দুর্ঘটনা। যারা কোনও রকমে বেঁচে গেছেন তাঁদের অনেকেই বলছেন, ভিড় বাড়ছিল দেখে যদি সময়ে ব্যারিকেড খুলে দেওয়া হত তাহলে এত চাপ পড়ত না। কিন্তু সেটা করা হয়নি। ব্যারিকেড ভেঙে পড়তেই মানুষ এদিক ওদিক দৌড়াতে শুরু করেন। ফলে যা হওয়ার তাই হয়েছে।