শেষ আপডেট: 2nd December 2024 20:06
দ্য ওয়াল ব্যুরো: ভূপৃষ্ঠে আছড়ে পড়ার পর থেকেই ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গল। সময় যত গড়াচ্ছে ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে তামিলনাড়ু ও পুদুচেরির। লাগাতার বৃষ্টিতে ইতিমধ্যে দুই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর।
ভয়াবহ সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে, টানা বৃষ্টির কারণে দু’রাজ্যের একাধিক জায়গা জলের তলায় চলে গেছে। ডুবে গেছে গুরুত্বপূর্ণ একাধিক রাস্তাও।
জানা গেছে, গত আটচল্লিশ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায়। সেখানেই ভয়াবহ এক ছবি সামনে এসেছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, তামিলনাড়ুর ওই জেলার একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে একাধিক যাত্রীবাহী বাস। আচমকা জলের তোড়ে সেগুলি ভেসে যাচ্ছে। পাশাপাশি নজরে এসেছে একাধিক ব্যক্তিগত গাড়িও। সেগুলির হালও বেশ খারাপ।
#CycloneFengal
— Suresh Kumar (@journsuresh) December 2, 2024
Uttangarai Bus stand in Krishnagiri district. pic.twitter.com/n79CKnxB3A
শনিবারই তামিলনাড়ু উপকূলে ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গলের। কিন্তু রবিবার ভোর থেকে ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় ঘূর্ণিঝড়। বর্তমানে উপকূল সংলগ্ন চেন্নাইয়ের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। পুদুচেরিতেও ডুবে গিয়েছে নিচু এলাকা। অনেক স্কুল এবং হাসপাতালও জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। তবে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর এম কে স্ট্যালিনের সরকার।
দক্ষিণ ভারতের একাধিক প্রান্তে রীতিমতো ধ্বংসলীলা চালিয়েছে ফেঙ্গল। সোমবারই হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন এমনই পরিস্থিতি বজায় থাকবে। টানা বৃষ্টির জেরে একেই এমন অবস্থা, তার ওপরে নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি যে আরও ভয়াবহ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।