শেষ আপডেট: 13th November 2023 22:40
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি, আলোর উৎসবে কার ভাল লাগে পরিবারের থেকে দূরে থাকতে। প্রতি বছর তাই এই উৎসবের মরশুমের আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের বাড়ি ফেরার তাগিদ থাকে। বহুদিন আগে থেকেই দূরপাল্লার ট্রেনগুলির সব আসন ভরে যায়, বাড়তি কোনও ট্রেন না থাকায় অগত্যা জেনারেল কামরায় ঠাসাঠাসি করে দূরদূরান্ত থেকে বাড়ি ফিরতে হয় মানুষকে। এবারও একই ছবি দেখা গেল দীপাবলির আগে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রেলের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ!
সরকারি উচ্চপদস্থ আধিকারিক থেকে পরিযায়ী শ্রমিক, দীপাবলির এই সময় ঘরের টান এড়াতে পারেন না কেউই। কিন্তু বাড়ি ফিরতে চাইলেই কি আর সহজে ফেরা যায়। সবার প্লেনে করে ফেরার সামর্থ্য থাকে না। দীপাবলির আগে বাড়ির ফেরার এই ভিড়ে বেশিরভাগ মানুষই কর্মসূত্রে পরিযায়ী শ্রমিক! ভরসা সেই ট্রেন।
দীপাবলির মরশুমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাড়ি ফেরা মানুষদের দুর্ভোগের নানান ছবি। স্টেশনে স্টেশনে ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি, ট্রেনের ওঠার আগে মারামারির ছবি, সংরক্ষিত টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে না পারার মতো অভিজ্ঞতাও জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
This video is at the Surat station . Train name awadh express Bandra to barauni. Date 08.11.2023. Due to this crowd, even 10 %people could not board the train. Because those with general tickets were already inside. Don't know how many SPL trains there are @AshwiniVaishnaw pic.twitter.com/kttA2NG1hT
— Ashish Singh (@ashish_sin89) November 9, 2023
This video is at the Surat station . Train name awadh express Bandra to barauni. Date 08.11.2023. Due to this crowd, even 10 %people could not board the train. Because those with general tickets were already inside. Don't know how many SPL trains there are @AshwiniVaishnaw pic.twitter.com/kttA2NG1hT
— Ashish Singh (@ashish_sin89) November 9, 2023
তেমনই নানান ভিডিওর ভাণ্ডার থেকে সামনে এসেছে এমন একটি ভিডিও যা দেখলে রীতিমতো আঁতকে উঠতে হয়। ভিডিওটি কোন স্টেশনের তা জানা যায়নি। তবে সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি দূরপাল্লা ট্রেনে ওঠার চেষ্টা করছেন একজন যুবক। না তিনি নিজে উঠছেন, তাঁকে চ্যাংদোলা করে ট্রেনের কামরার মধ্যে ঢোকানোর চেষ্টা করছেন একদল যাত্রী। কিন্তু সেই কামরা পুরো ভর্তি থাকায় কোনওভাবেই ভেতরে ঢুকতে পারছেন ওই যুবক। বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে ট্রেনে ওঠে নিয়ে 'লড়াই' চলে। তবে শেষ পর্যন্ত ওই যুবক ট্রেনে উঠতে ব্যর্থ হন। ভিড়ের মধ্যেই স্টেশনে পড়ে যান তিনি।
This is the level of rush in Indian railways.Despite various special trains there's a huge crowd in the train. Is this is something for which a passenger pays for a ticket..???. @IRCTCofficial @RailMinIndia pic.twitter.com/hn4tryDg2J
— Vivek Vishwakarma (@VivekVi12970904) November 12, 2023
প্রতি বছর দীপাবলির আগে যাত্রী দুর্ভোগের ঘটনা ঘটে, তাও কেন রেলের টনক নড়ে না, অভিযোগ তুলছেন নেটিজেনরা। কেন বাড়তি ট্রেনের ব্যবস্থা করা হয় না, প্রশ্ন তাঁদের। যদিও এ ব্যাপারে রেল এখনও 'নীরব'ই!