মণীশ সিসোদিয়া।
শেষ আপডেট: 9th August 2024 20:20
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বাতিল করা আবগারি দুর্নীতি মামলায় গত বছরের ২৬ ফেব্রুয়ারি দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। শুক্রবার সকালে তাঁর জামিন মঞ্জুর করে দেশের শীর্ষ আদালত।
১৭ মাস পর জেলমুক্তির পর সন্ধেয় তিহার জেরে থেকে বেরিয়ে প্রথম সাক্ষাৎকারে দেশের সংবিধান প্রণেতা প্রয়াত বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে সিসোদিয়া বলেন, “সকালে আদালতে রায় জানার পর থেকে বাবাসাহেবের কাছে ঋণী বোধ করেছি। বাবাসাহেবের এই ঋণ কীভাবে শোধ করব বুঝতে পারছি না।”
খানিক থেমে আবেগপূর্ণ কণ্ঠে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী যোগ করেছেন, "সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাতে চাই। সংবিধানের ক্ষমতা ব্যবহার করে স্বৈরাচারের মুখে থাপ্পড় মেরেছে।"
এদিন সিসোদিয়াকে সংংবর্ধনা জানাতে তিহার জেলের সামনে উপস্থিত ছিলেন আপ নেতা সঞ্জয় সিং, অতীশি এবং সৌরভ ভরদ্বাজ সহ আপের বহু কর্মী, সমর্থক। সিসোদিয়া বলেন, “আমি গত ১৭ মাস জেলে থাকলেও একা ছিলাম না। আমার সঙ্গে ছিলেন দিল্লির প্রতিটি মানুষ এবং স্কুলের ছাত্রছাত্রীরা।”
দিল্লির বাতিল করা আবগারি দুর্নীতি মামলায় গত বছরের ২৬ ফেব্রুয়ারি সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে তার বিরুদ্ধে অর্থ তছরূপের মামলা এনেছিল ইডি। আপের তরফে প্রথম থেকেই অভিযোগ করা হয়েছিল, রাজনৈতিক কারণে এই গ্রেফতার। মামলার বিশেষ অগ্রগতি না হওয়ায় এভাবে আটকে রাখা বিচারের প্রতারণার নামান্তর, এই যুক্তিকে এদিন সিসোদিয়ার জামিন মঞ্জুর করেছে সুপ্রিমকোর্টের বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ।
ওই একই মামলাতে গত ২০ জুন দিল্লির মখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। এখন তিনি রয়েছেন তিহার জেলে। ২০ অগস্ট ফের মামলার শুনানি হওয়ার কথা। সিসোদিয়া আশাবাদী, শীঘ্রই কেজরিওয়ালেরও জেলমুক্তি ঘটবে।