শেষ আপডেট: 9th March 2025 08:49
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে আবারও অশান্তির আগুন জ্বলল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে রাজ্যের সব রাস্তায় চলাচল অবাধ করার পরই নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইম্ফল-ডিমাপুর হাইওয়েতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কুকি-জু সম্প্রদায়ের সংঘর্ষের জেরে প্রাণ হারান এক বিক্ষোভকারী। আহত হন ৪০ জন নিরাপত্তাকর্মী, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
বর্তমানে রাষ্ট্রপতি শাসনের অধীনে থাকা মণিপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ইম্ফল থেকে রাজ্যের অন্যান্য জেলায় বাস পরিষেবা চালু করা হয়। এসব বাসের নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ ও আধাসামরিক বাহিনী। তবে কাঙ্গপোকপির উদ্দেশে রওনা দেওয়া এক বাসের পথ আটকে দেন মহিলা বিক্ষোভকারীরা। দীর্ঘ আলোচনার পরও রাস্তা ছাড়তে অস্বীকার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাধ্য হয়ে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সাহায্য নেয় নিরাপত্তা বাহিনী, যার ফলে ১৬ জন আহত হন।
এই ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কুকি সম্প্রদায়ের আরও মানুষ জড়ো হয়ে পুলিশের উপরে আক্রমণ চালান। বাস ও এসকর্ট গাড়ির উপর চলে ইটবৃষ্টি, একটি বাসে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সংঘর্ষে আহত ২৭ জন নিরাপত্তাকর্মীর মধ্যে দু’জনের অবস্থা সংকটজনক। অন্যদিকে, এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, যার শরীরে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে।
এই ঘটনার পর থেকেই উত্তপ্ত মণিপুরের বিভিন্ন এলাকা। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্যের নানা প্রান্তে। কুকি সম্প্রদায় এই ঘটনার প্রতিবাদে মণিপুরে বনধের ডাক দিয়েছে। পরিস্থিতি সামলাতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।