শেষ আপডেট: 10th September 2024 18:29
দ্য ওয়াল ব্যুরো: ফের অশান্ত মণিপুর। পুলিশকর্তার পদত্যাগের দাবিতে ছাত্রদের মিছিল ঘিরে ব্যাপক অশান্তি বাধে মঙ্গলবার। তার জেরে রাজ্যে ৫ দিনের জন্য ইন্টারনেট নিষিদ্ধ করেছে বিজেপি সরকার। বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ইম্ফল পূর্ব ও পশ্চিম এবং থৌবল জেলায় কার্ফু ঘোষণা করা হয়।
সরকারের তরফে বলা হয়েছে, কিছু সমাজবিরোধী সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভ্রান্তিকর ছবি, ঘৃণাভাষণ এবং ভিডিও মেসেজ ছড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে। যার ফলে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। স্বরাষ্ট্র দফতরের ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, আগামী পাঁচদিন রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা দফতরের তরফেও পৃথক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। মণিপুরকে বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে বাঁচাতে রাজ্যের ছাত্ররা পথে নেমে প্রতিবাদ করছে।
গত সোমবার হাজার হাজার ছাত্র মণিপুর সচিবালয় ও রাজভবনের সামনে প্রতিবাদ দেখায়। তাদের দাবি, সম্প্রতি বাইরে থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হানা থেকে রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে হবে। এদিকে, এদিনই মণিপুরের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য সাধারণ মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানান। হিংসা কোনও সমাধানের পথ নয়। রাজ্যে যেভাবে একটু একটু করে শান্তি ও সুস্থিতি ফিরে আসছিল, তা বজায় রাখার আর্জি জানান রাজ্যপাল।