শেষ আপডেট: 14th February 2025 08:56
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে সিআরপিএফের এক জওয়ান আত্মহত্যা করেছেন। নিজেকে শেষ করে দেওয়ার আগে স্বয়ংক্রিয় বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি চালায়। তাতে দুই সহকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর আরও আট সহকর্মী।
ঘটনাটি ঘটেছে মণিপুরের লামফেল এলাকায়। বৃহস্পতিবার রাতে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে ছিলেন হাবিলদার সঞ্জয় কুমার।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আাচমকাই তিনি নিজের স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি ছুড়তে শুরু করেন। কিছুক্ষণ পর নিজে আত্মহত্যা করেন মাথায় গুলি করে।
আহত জওয়ানদের ইম্ফলে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়েছে। ওই হাবিলদারের অস্বাভাবিক আচরণের কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সিআরপিএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
একাধিক সুত্র জানাচ্ছে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে জওয়ানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে গিয়েছে। ছুটি পেতে সমস্যা এবং চাকরি সংক্রান্ত অন্যান্য জটিলতার কারণে সংঘাত বাড়ছে বাহিনীতে।