শেষ আপডেট: 29th July 2024 14:47
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে জাতিদাঙ্গা শুরুর দেড় বছর পর অবশেষে মণিপুরের মুখ্যমন্ত্রীর মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে নীতি আয়োগের বৈঠক শেষে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
সেই বৈঠকের পর আলাদা করে কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। মণিপরের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর মিনিট কুড়ি বৈঠক হয়। বৈঠকের সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। মনে করা হচ্ছে, পাহাড়ি রাজ্যটির সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন বীরেন।
তবে আশ্চর্যের হল, ওই বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীর অফিস এবং মুখ্যমন্ত্রীর অফিস (সিএমও) থেকে কিছু জানানো হয়নি। যদিও অরুণাচল সহ অনেক রাজের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদীর বৈঠকের ছবি ও খবর পিএমও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে।
মনে করা হচ্ছে সংসদ চলছে বলে মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি সরকারিভাবে জানানো হয়নি। প্রধানমন্ত্রীর রাজ্য সফরের সিদ্ধান্ত সহ মণিপুর নিয়ে নতুন কোনও পদক্ষেপের কথা কেন্দ্র সংসদেই জানাতে পারে।
প্রসঙ্গত, গত বছর ৩ মে মণিপুরে জাতি দাঙ্গা শুরুর পর দুশোর বেশি মানুষ মারা গিয়েছেন। ঘরছাড়া প্রায় পঞ্চাশ হাজার।