শেষ আপডেট: 27th November 2024 21:14
দ্য ওয়াল ব্যুরো: শীত পড়তে না পড়তেই সুখবর দিল সিকিম প্রশাসন। ১ ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে নর্থ সিকিমের মঙ্গন জেলা। বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হল বুধবার।
২০২৪ সালের শুরুতে ধস-বন্যার জন্য নর্থ সিকিম বিপর্যস্ত হয়। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় পর্যটকদের প্রবেশ। ভারী বৃষ্টির জন্য ধসে ক্ষতিগ্রস্থ হয়েছিল রাস্তা। খবর ছিল, দ্রুত ছন্দে ফেরার চেষ্টা করছে নর্থ সিকিম। পর্যটকদের আহ্বানে নেওয়া হচ্ছে প্রস্তুতিও। সেই মতোই শীতের শুরুতে সুখবর দিল সিকিম প্রশাসন।
জানা গিয়েছে, নর্থ সিকিম হাইওয়ে বিপর্যস্ত ছিল, তা মেরামত করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে অনেকটাই ভাল। তাই ১ তারিখ থেকে খুলছে মঙ্গন জেলা। তবে, যা কাজ বাকি রয়েছে তা আগামীদিনেও চলবে।
সিকিমের এই অংশ খুলে যাওয়ায় খুশির হাওয়া পর্যটকদের মধ্যে।