শেষ আপডেট: 9th March 2025 18:29
দ্য ওয়াল ব্যুরো: পুণেতে (Pune) রাস্তার মধ্যিখানে ট্রাফিক সিগন্যালে বিলাসবহুল বিএমডব্লিউ (BMW) গাড়ি দাঁড় করিয়ে প্রকাশ্যেই প্রস্রাব (Urinate) করেন চালক। যা আবার ধরা পড়ে ভিডিওয়। মহারাষ্ট্রের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Viral) ভাইরাল হতেই পালিয়ে যান অভিযুক্ত গৌরব আহুজা। কিছুতেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে প্রকাশ্যে ক্ষমা চেয়ে গৌরব আহুজা আত্মসমর্পণ করেছেন। যার পরপরই তাঁকে আটক করে পুণে পুলিশ।
Update: Man who got Caught Urinating at Traffic Signal in Yerwada Pune Apologizes in Video, he's Now in Police Custodypic.twitter.com/FGcD8si2pQ https://t.co/JmLTMpzdge
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 9, 2025
ঘটনাটি ঘটে ইয়েরাওয়াড়া এলাকার শাস্ত্রীনগরে। এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় প্রস্রাব করার ঘটনা ধরা পড়ে। আর তা থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পড়ে চালক গৌরব আহুজার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়।
গৌরবের সঙ্গে সেই গাড়িতে ছিলেন আরও একজন। যাঁর নাম ভাগ্যেশ ওসওয়াল। প্রকাশ্য রাস্তায় বিপদ তৈরি করা, অশালীন আচরণ, দ্রুত গতিতে গাড়ি চালানোর অপরাধে ভাগ্যেশ এবং গৌরব দু'জনের নামেই মামলা দায়ের হয়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই পুলিশ নড়েচড়ে বসে।
A guy Parked his Car on the Middle of the
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 8, 2025
Raod to Pee, Pune MH pic.twitter.com/tlmGAgjM0d
এই আবহে পলাতক গাড়ির চালক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও বার্তায় হাত জোড় করে বলেন, "জনসমক্ষে আমি যা করেছি তা খুবই অন্যায় ছিল। আমি জনসাধারণ, পুলিশ প্রশাসন এবং শিন্ডে সাহেবের কাছে ক্ষমা চাইছি। আমি দুঃখিত। আমাকে একটা সুযোগ দিন। আমার পরিবারের কাউকে এই ব্যাপারে বিরক্ত করবেন না। আগামী আট ঘন্টার মধ্যে আমি ইয়েরওয়াড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করব।"
এক পুলিশ আধিকারিক এ ব্যাপারে জানান, "ভাগ্যেশকে শনিবার রাতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কিন্তু গৌরব আহুজা পলাতক ছিলেন। পরে তাঁকে সাতারা জেলার করদ মহকুমা থেকে আটক করা হয়। দু'জনকেই মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘটনার সময় দু'জনেই মদ্যপ অবস্থার ছিলেন।"