শেষ আপডেট: 17th March 2025 14:10
দ্য ওয়াল ব্যুরো: খুনের পর প্রমাণ লোপাট করতে রেললাইনে (Railway Track) মৃতদেহ ফেলে পালিয়ে গেলেও শেষরক্ষা হল না। সিসিটিভি ফুটেজ হাতে পেতেই অভিযুক্তদের পাকড়াও করল রেল পুলিশ। সূত্রের খবর, গত ৮ মার্চ থেকে নিখোঁজ ছিলেন পঙ্কজ নামে ২০ বছর বয়সি ওই যুবক। পরে দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনের (Delhi Cantonment Railway Station) কাছে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
ঘটনার তদন্তে নেমে জিআরপি (Government Railway Police) বুঝতে পারে এটা কোনও আত্মহত্যার ঘটনা নয়, খুন করে ওই যুবককে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে। যাতে সাধারণভাবে এটাকে আত্মহত্যার ঘটনা হিসেবে ধামাচাপা দেওয়া যায়। কিন্তু অভিযুক্তরা যুবককে ছুরিকাঘাতের পর বিষয়টিকে আত্মহত্যার মতো দেখানোর জন্য দেহটি রেললাইনে রেখে আসে।
রেল পুলিশ সূত্রে খবর, ৯ মার্চ দিল্লি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাছে বলজিৎ নগরের বাসিন্দা ওই যুবকের বিকৃত দেহ উদ্ধার হয়। এরপর ১২ মার্চ থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করে মৃত ব্যক্তির ছবি চাইতেই বিষয় স্পষ্ট হয়। এরপর পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন।
প্রেম নগর রেলক্রসিংয়ের কাছে পঙ্কজের স্কুটারটি দেখতে পেয়েই পরিবারের লোকজন আনন্দ পর্বত থানার পুলিশকে খবর দেন। এরপরই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে শনাক্ত করে পুলিশ। পরে চারজনকে গ্রেফতার করা হলেও একজনের খোঁজ এখনও মেলেনি।
অপরাধ স্বীকার করে অভিযুক্তরা জানায় যে পঙ্কজের সঙ্গে তাদের দীর্ঘদিনের শত্রুতা ছিল। ৮ মার্চ প্রেম নগর রেল ক্রসিংয়ের কাছে যুবককে কুপিয়ে খুনের পর প্রমাণ লোপাট করতে দেহ রেললাইনে ফেলে আসে। পুলিশ জানিয়েছে, পরে ট্রেন চলে যাওয়ায় যুবকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।