অনেকেই মনে করছেন, যে সময়ে বুকে ব্যথার কথা জানিয়েছিলেন প্রবীণ সেই সময়ে তাঁকে ডাক্তার দেখানো গেলে হয়তো তিনি বেঁচে যেতেন।
ফাইল ছবি
শেষ আপডেট: 17 May 2025 19:11
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের অনুষ্ঠান জমে উঠেছিল। গান-বাজনা, হই-হুল্লোড় চলছিল স্বাভাবিক নিয়মেই। হবু বর তৈরি হচ্ছিলেন মঙ্গলসূত্র পরিয়ে পছন্দের নারীকে সারাজীবনের মতো আপন করে নিতে। কিন্তু সেই মঙ্গলসূত্র (Mangalsutra) পরানোর মুহূর্তেই ছন্দপতন। এক নিমেষে সমস্ত উচ্ছ্বাস পরিণত হল বিষাদে। হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যু (Death) হল যুবকের।
কর্নাটকের (Karnataka) বাগালকোটের জামখান্ডিতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রবীণ নামের ওই যুবকের আগে থেকে কোনও রোগ ছিল বলে কেউ মনে করতে পারছেন না। তাই তাঁর এই আকস্মিক মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছে সকলের। এক প্রত্যক্ষদর্শীর কথায়, মঙ্গলসূত্র পরানোর কিছুক্ষণ আগে প্রবীণ জানিয়েছিল তাঁর বুকে ব্যথা হচ্ছে। কিন্তু বিষয়টিতে ততটা গুরুত্ব দেননি কেউ। সেটাই কাল হল।
অনেকেই মনে করছেন, যে সময়ে বুকে ব্যথার কথা জানিয়েছিলেন প্রবীণ সেই সময়ে তাঁকে ডাক্তার দেখানো গেলে হয়তো তিনি বেঁচে যেতেন। কিন্তু তিনি নিজেও ততটা গুরুত্ব দেননি বিষয়টিকে। বাকি যারা তাঁর সঙ্গে ছিলেন তাঁদের কাউকেই খোলসা করে পুরো বিষয়টি বলেননি তিনি। এই ব্যথার কিছুক্ষণ পরেই হবু স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন প্রবীণ।
যুবককে ওই অবস্থায় দেখে অনেকেই ভেবেছিলেন তিনি অজ্ঞান হয়ে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে এমন ঘটনা ঘটল, কোথা থেকে কী হয়ে গেল, কেউই কিছু বুঝতে পারছেন না।