শেষ আপডেট: 8th January 2025 12:58
দ্য ওয়াল ব্যুরো: সিগারেট কিনে আনতে বলায় মুখের উপর না বলে দিয়েছিল। সেই অপরাধে আট বছর বয়সি নাবালককে গুলি করার অভিযোগ। না, এটা কোনও সিনেমার গল্প নয়, বাস্তবে এমনটাই ঘটে গেল বিহারে।
জানা গেছে, রবিবার রাতে মুঙ্গের জেলার বাসিন্দা শিশুটিকে আচমকাই এক ব্যক্তি দোকান থেকে সিগারেট কিনে আনতে বলে। তখন বাড়ির সামনে বসেই আগুন পোহাচ্ছিল সে। স্বাভাবিকভাবেই রাতে অচেনা একজন মানুষ সিগারেট আনতে বলছে, এ কথা শুনে অস্বীকার করার বিষয়টা খুব স্বাভাবিক। তার ওপরে শীতের রাতে আগুন ছেড়ে দোকানে যাওয়ার ইচ্ছা তাঁর একেবারেই ছিল না। সে কারণে মুখের ওপর বলে দেয় সে যেতে পারবে না।
এরপর রাগে পকেট থেকে বন্দুক বের করে সোজা তার মাথায় চালিয়ে দেয় ওই ব্যক্তি। রবিবার সন্ধেয় মুঙ্গেরের গোবিন্দপুর গ্রামের ধরহারা থানা এলাকায় এমন ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির নাম নীতীশ কুমার। দু'জনে একই এলাকার বাসিন্দা। গুলির শব্দ শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান শিশুটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপর স্থানীয়রাই তাঁকে হাসপাতালে ভর্তি করেন। পরে পরিস্থিতি অবনতি হওয়ায় মুঙ্গের সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।
চিকিৎসকরা জানিয়েছেন, ছেলেটির নাকের কাছে গুলি লেগেছে। অবস্থা গুরুতর। এখন পুরোপুরি বিশ্রাম ও সঠিক চিকিৎসার প্রয়োজন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোল উদ্ধার করলেও অভিযুক্তের খোঁজ এখনও পাওয়া যায়নি। সূত্রের খবর, নীতীশ দাগি অপরাধী। আগে থেকেই পুলিশের চোখে'ওয়ান্টেড' সে।
প্রকাশ্য রাস্তায় নাবালককে গুলি করার ঘটনায় বিহারের রাজনীতি বেশ সরগরম হয়ে উঠছে। নীতীশ সরকারের সমালোচনায় সরব হয়েছে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল। তাঁদের অভিযোগ, বিহারে অপরাধের প্রবণতা বেড়েই চলেছে। সরকার রাজ্যটিকে 'জঙ্গলরাজে' পরিণত করতে উঠেপড়ে লেগেছে।