শেষ আপডেট: 3rd March 2025 14:31
দ্য ওয়াল ব্যুরো: নোংরা ড্রেনে পড়ে গিয়েছিল। শতচেষ্টা করলেও কোনওভাবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছিল না। স্বাভাবিকভাবেই দিকবিদিক জ্ঞান হারিয়ে অনেক ডাকাডাকি করলেও লাভের লাভ কিছুই হয়নি, উল্টে পরিস্থিতি আরও বেগতিক হয়। বিষয়টি নজরে আসতেই সোজা ড্রেনে নেমে রীতিমতো নোংরা ঘেঁটে একটি অসহায় গরুকে (Cow) উদ্ধার করলেন এক যুবক।
পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি গরু নোংরা ড্রেনে (Filthy Drainage) পড়ে গিয়েছে। কয়েকজন লোককে সঙ্গে নিয়ে এক ব্যক্তি সেখান থেকে গরুটিকে বের করার চেষ্টা করছেন।
প্রথমে গলায় দড়ি বেঁধে গরুটিকে বাইরে আনার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ বিষয়টি দেখে একেবারে দেরি করেননি এক যুবক। গরুকে বাঁচাতে নিজেই নোংরা নর্দমায় নেমে পড়েন তিনি। নানা প্রতিকূলতা সত্ত্বেও, তিনি হাল ছাড়েনি। শেষমেশ গরুটিকে নিরাপদে সরিয়ে তবেই শান্ত হন তিনি।
View this post on Instagram
ভিডিওটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। যুবকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একটা অবলা প্রাণীর জন্য ওই যুবকের হার না মনোভাবকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। ইতিমধ্যে ভিডিওটি ২ কোটি ১০ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
ভিডিওটি 'veera_singam' নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, "এটি জীবিত," মাত্র কয়েকটি শব্দ খরচ করে গরুটিকে সফল উদ্ধারের ছবি তুলে ধরা হয়েছে।
স্বাভাবিকভাবেই যুবককে প্রশংসায় ভরিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেকেই যুবককে একজন সত্যিকারের বীর হিসাবে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ গরুটি বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।
একজন লিখেছেন, “প্রকৃত মানবতা এমনই হওয়া উচিত। আমাদের তাঁর মতো আরও মানুষ দরকার।” আরেকজন মন্তব্য করেন, “বিষয়টি দেখে প্রথমে ভয় পেয়ে যাই। তবে রক্ষাকর্তা যুবককে হাল না ছাড়ার জন্য ধন্যবাদ।”
আরেকজন লেখেন, "এই মানুষটিকে সবার সম্মান জানান উচিত। পশুদের তার মতো আরও রক্ষক প্রয়োজন।" তবে কয়েকজন বর্তমান সমাজের কঠিন বাস্তবতার ছবিও তুলে ধরে লেখেন, "আজকাল মানুষ পশুদের সাহায্য করছে এমন ঘটনা বিরল। মানুষটি একজন দেবদূত"। আরেকজন মন্তব্য করেন, "মানবতা এখনও বেঁচে আছে, এবং এই ভিডিওটি তা প্রমাণ করে।"
তবে এমন খোলা ড্রেনে কীভাবে গরুটি পড়ে গেল? স্থানীয় প্রশাসন কেন কোনও ব্যবস্থা নিল না তা নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে। তবে শেষমেশ সব বিতর্ক ছাপিয়ে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন ওই যুবক।