শেষ আপডেট: 28th January 2025 23:01
দ্য ওয়াল ব্যুরো: বিমান রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ড আগে ইমার্জেন্সি এক্সিটের দরজা খুলে ফেললেন এক ব্যক্তি। তড়িঘড়ি পাইলট বিমানটি থামান। নামানো হয় ওই ব্যক্তিকে। তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
রাজস্থান থেকে বেঙ্গালুরু যাচ্ছিল ইন্ডিগোর একটি বিমান। মঙ্গলবার সকালে ওই বিমানটিতেই এমন কাণ্ড করে বসেন এক ব্যক্তি। সকাল ১০.১০-এ ছাড়ার কথা ছিল রাজস্থান থেকে। কিন্তু এই ঘটনার জন্য বেশ খানিকটা দেরি হয়। ওই ব্যক্তিকে গ্রেফতার করেন সিআইএসএফ আধিকারিকরা।
সিরাজ কিদওয়াই, একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী। এমন কাজ করার পিছনে তাঁর যুক্তি, ভুলবশত খুলে ফেলেছেন বিমানের দরজা। এসব সাফাই দিলেও তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় যোধপুর পুলিশ স্টেশনে।
বিষয়টি সকলের সামনে নিয়ে আসে ইন্ডিগোই। তারা একটি বিজ্ঞপ্তিতে লেখে, 'আজ সিক্স ই ৬০৩৩ বিমানটি যোধপুর থেকে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। একজন যাত্রী ইমার্জেন্সি এক্সিট খুলে দেন। তারপর যা যা নিয়ম থাকে তাই গ্রহণ করেন বিমান সেবিকারা। পরে ওই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হয়েছে। আমরা যাত্রীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করি। যা হয়েছে তার জন্য ক্ষমাপ্রার্থী।'