গত ৩০ জুন রাতে স্থানীয় একটি স্কুলের পাশে লাঠি দিয়ে একে একে পাঁচটি কুকুর ছানাকে পিটিয়ে মারেন বলে অভিযোগ। পুলিশ জানায়, ঘটনার সময়ই কয়েকজন পশুপ্রেমী ঘটনাস্থলে পৌঁছে যান এবং তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন।
ছবি- এআই
শেষ আপডেট: 3 July 2025 13:09
দ্য ওয়াল ব্যুরো: রাত হলেই চিৎকার করে কুকুর ছানা। ব্যাঘাত ঘটে ঘুমের। এই রাগে পাঁচটি কুকুর ছানাকে পিটিয়ে মারল এক ব্যক্তি। স্থানীয় কয়েকজন পশুপ্রেমীরাই এই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। মধ্যপ্রদেশের জব্বলপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশের জব্বলপুরে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে (Man Kills 5 Puppies With Stick In Madhya Pradesh)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাজেশ দাহিয়া। বুধবার তাঁকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে কুকুরছানাগুলো (Man Kills 5 Puppies) রাতে চিৎকার করে এলাকার শান্তি নষ্ট করছিল। সেই বিরক্তি থেকেই তিনি এমন কাজ করেছেন।
গত ৩০ জুন রাতে স্থানীয় একটি স্কুলের পাশে লাঠি দিয়ে একে একে পাঁচটি কুকুর ছানাকে পিটিয়ে মারেন (Man Kills 5 Puppies With Stick In Madhya Pradesh) বলে অভিযোগ। পুলিশ জানায়, ঘটনার সময়ই কয়েকজন পশুপ্রেমী ঘটনাস্থলে পৌঁছে যান এবং তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, সেই সময় অভিযুক্ত তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি লাঠি নিয়েও তেড়ে যান।
জানা গিয়েছে, একটি কুকুরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post Morterm) জন্য পাঠানো হয়েছে। পশু নির্যাতনের অভিযোগে রাজেশ দাহিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (ভারতীয় ন্যায় সংহিতা) ২৯৬ ও ৩২৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।
কয়েকদিন আগেই কলকাতার নিউটাউনে (Newtown) খাবারে বিষ মিশিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। বিষক্রিয়ার ঘটনায় ১০ টি কুকুর আক্রান্ত হয়। তাদের মধ্যে ১টি কুকুরের মৃত্যু হয়। অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেফতার করা হয়।