প্রতীকী ছবি।
শেষ আপডেট: 22nd September 2024 18:58
দ্য ওয়াল ব্যুরো: তামাক বিক্রিতে রাজি না হওয়ার শাস্তি! দোকানদারকে রাগে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ক্রেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠল উত্তর প্রদেশের মুজফ্ফরনগর।
ঠিক কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে মুজফ্ফরনগরে রাজীব কাশ্যপ নামে এক ব্যক্তির দোকানে যায় তিনজন খদ্দের। দোকানে গিয়ে তামাকের প্যাকেট কিনতে চায় অভিযুক্তরা। কিন্তু দোকানদার রাজীব তা বিক্রি করতে অস্বীকার করায় বাধে বিপত্তি। এরপরই ৩ অভিযুক্ত রাজীবের উপর চড়াও হয় এবং তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। রাজীবের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়েরের পর ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত দীপক, টিল্লু ও মঙ্গু নামে তিন জনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।
এদিকে মুজফ্ফরনগরের কুরথল গ্রামের বাসিন্দা রাজীবের পরিবারের অভিযোগ, তিন অভিযুক্ত মত্ত অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তামাকের প্যাকেট দিতে অস্বীকার করাতেই তাঁর উপর চড়াও হয় তিন তরুণ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয় কাশ্যপ গোষ্ঠীর মানুষজন। দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা।