শেষ আপডেট: 28th December 2024 12:21
দ্য ওয়াল ব্যুরো: গত সোমবার থেকে ভারী তুষারপাত শুরু হয়েছিল মানালিতে। এদিকে শেষ ১২ ঘণ্টার টানা তুষারপাতে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আটকে পড়েছেন বহু পর্যটক। মানালির পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে যাচ্ছে তার কার্যত প্রমাণ মিলেছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে। তাতে দেখা যাচ্ছে, কীভাবে একটি ট্রাক আচমকা পিছন দিকে গড়িয়ে গিয়ে খাদে পড়ে গেল! যদিও বরাত জোরে বেঁচে গেছেন চালক।
পাহাড়ি রাস্তায় দুর্ঘটনা হওয়া খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। আর টানা বরফপাতের জেরে সেই রাস্তাগুলি আরও যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। এক কথায়, ভীষণভাবে পিছল হয়ে গেছে রাস্তা। আর ঢালু থাকায় সেই রাস্তায় ঠিকভাবে গাড়ি চালানোই যাচ্ছে না, চাকা হড়কে যাচ্ছে। সেই কারণেই ওই ট্রাক পিছন দিকে গড়িয়ে গিয়ে খাদে পড়ে যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবল তুষারপাতের মধ্যে ট্রাকটি পিছন দিকে গড়াতে শুরু করেছে। গাড়ির চালক অনেক চেষ্টা করেও সেটিকে আটকাতে না পেরে অগত্যা সরে যান। তারপর কয়েক মুহূর্তের মধ্যে ওই ট্রাকটি রাস্তার পাশের গভীর খাদে গিয়ে পড়ে।
मनाली के सोलंग नाला के पास सड़क से फ़िसल कर नीचे गिरा वाहन ।
— sanjaykhan (@sanjaykhan26) December 28, 2024
किसी तरह का कोई जानी नुक़सान नहीं ।
बीते कल रात का बताया जा रहा वीडियो । #manali #Snowfall2024 pic.twitter.com/FSj5SlzrfA
সংবাদ সংস্থা সূত্রের খবর, তুষারপাতের জেরে মানালির বিভিন্ন এলাকার প্রায় ২২৩টি রাস্তা এবং তিনটি জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন রাস্তায় তুষারপাতের মধ্যে আটকে রয়েছেন এক হাজারেরও বেশি পর্যটকের গাড়ি।
এর মধ্যেই অভিযোগ উঠেছে, পর্যটকরা আটকে থাকলেও হিমাচল প্রদেশ প্রশাসনের কাউকে দেখা যায়নি। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে পানীয় জল পর্যন্ত পারছেন না পর্যটকরা। ঘটনার জেরে অনেকে অসুস্থও হয়ে পড়েছেন। যদিও হিমাচল প্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। টানা বরফ কাটার কাজ চালানো হচ্ছে।