শেষ আপডেট: 8th January 2025 14:33
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েকদিন ধরে আতঙ্কে ভুগছিলেন কর্নাটকের টুমকুরু জেলার এক গ্রামের বাসিন্দারা। কারণ নিকটবর্তী জঙ্গল থেকে একটি চিতাবাঘ বেরিয়ে এসেছিল। সেটাই ঘুরে বেড়াচ্ছিল এলাকায়-এলাকায়। তাকে ধরতে কালঘাম ছুটছিল বন দফতরের। তবে অবশেষে চিতাবাঘটিকে পাকড়াও করা সম্ভব হয়েছে। স্থানীয় এক বাসিন্দার সাহসী পদক্ষেপে ধরা পড়েছে বাঘটি।
একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, চিতাবাঘটির লেজ ধরে রয়েছেন এক ব্যক্তি, কিছুতেই ছাড়ছেন না! আর তাঁর চারপাশে যারা রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন বাঘটিকে বাগে আনতে। কিছুজন জাল ধরে আছেন, আর কিছুজন চিতাবাঘটিকে ঘিরে ফেলার চেষ্টা করছেন। অনেক কসরতের পর অবশেষে জাল দিয়ে চিতাটিকে ধরেন তাঁরা।
বন দফতরের সঙ্গে একাধিক গ্রামবাসী ছিলেন। তাঁদের মধ্যে থেকেই এক গ্রামবাসী হঠাৎ চিতাবাঘটির লেজ ধরে টানেন। বাঘটি যে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেনি এমনটা নয়, কিন্তু ওই ব্যক্তি কিছুতেই ছাড়েননি তার লেজ। ছেড়ে দিলে হয়তো ওই চিতাবাঘটিকে ধরা আরও অসম্ভব হয়ে যেত। সেক্ষেত্রে বলা যায়, যুবকের সাহসী পদক্ষেপে অনেকের প্রাণ বেঁচে গেল।
বাঘ ঢুকে পড়েছিল গ্রামে, আতঙ্কে সিঁটিয়ে সকলে#tigerrescue #royalbengaltiger #thewallnews pic.twitter.com/V4S3uiP74O
— The Wall (@TheWallTweets) January 8, 2025
মঙ্গলবারই চিতাবাঘটিকে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কর্নাটকে এর আগেও এইভাবে বাঘ বেরিয়ে পড়ার ঘটনা ঘটেছে এবং মৃত্যুও হয়েছে। তাই বন দফতরের তরফে জঙ্গলের কাছে নানা জায়গায় খাঁচা, জালের ব্যবস্থা করেছে। যদিও লোকালয়ে বাঘ বেরিয়ে পড়ার ঘটনা কমে যায়নি।