হট এয়ার বেলুনের দড়িতে জড়িয়ে পড়ে মৃত্যু ব্যক্তির
শেষ আপডেট: 10th April 2025 13:25
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে (Rajasthan) হট এয়ার বেলুনের (hot air balloon) দড়িতে আটকে মৃত্যু হল এক ব্যক্তির। আজ, রাজস্থানের বরন জেলার (Baran District) ৩৫তম প্রতিষ্ঠাদিবসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গোটা ঘটনাটি ক্যামেরাতে ধরা পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, বাসুদেব খাতরি নামের সেই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন মাটিতে, হঠাৎই হট এয়ার বেলুনের দড়িতে জড়িয়ে যান তিনি। হট এয়ার বেলুন ঠিকঠাক কাজ করছে কি না, সেই পদ্ধতির দেখভালের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই কাজ চলাকালীন বেলুন হাওয়ায় প্রায় ১০০ ফুট ওপরে উড়ে যায়। দড়িতে জড়িয়ে গেলে তারপর সেটি ছিঁড়ে মাটিতে পড়ে যান বাসুদেব। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, মৃত বাসুদেব রাজস্থানের কোটার বাসিন্দা।
সূত্রের খবর, হট এয়ার বেলুনটি যে কোম্পানির, সেটি আগেও জেলা প্রশাসনের সঙ্গে কাজ করেছে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রতিষ্ঠাদিবস উপলক্ষে তিন দিনব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, এই ঘটনার পর সেই সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।