শেষ আপডেট: 10th January 2025 16:48
দ্য ওয়াল ব্যুরো: ভাবনার থেকে সামান্য বেশি বিদ্যুতের বিল এলেই মাথা ঘুরে যায় অনেকের। তবে হিমাচল প্রদেশের ললিতের সঙ্গে যা হয়েছে তা হার্ট অ্যাটাক করিয়ে দেওয়ার মতো ঘটনা! এত টাকার বিদ্যুতের বিল এসেছে তাঁর কাছে যে টাকা গোটা বিশ্বে খুব কম সংখ্যক মানুষ উপার্জন করতে পারে। সেটা এমন একটা অঙ্ক যে, বেশিরভাগ মানুষ স্বপ্নেও তা উপার্জন করতে পারবেন না।
২১০ কোটি টাকা! হ্যাঁ, এই টাকারই বিদ্যুতের বিল এসেছে হিমাচল প্রদেশের হামিরপুর জেলার বাসিন্দা ললিত ধীমানের কাছে। তাঁর নিজের একটি ছোট ব্যবসা রয়েছে এবং তা থেকে যা উপার্জন হয় তাতেই খুশিতে কেটে যায় জীবন। তবে এই টাকার বিদ্যুতের বিল দেখে খানিকক্ষণের জন্য ললিতের জীবন উথাল-পাতাল হয়ে গেছিল।
ললিতের কাছে যে বিদ্যুতের বিল এসেছে তাতে লেখা রয়েছে, ২১০ কোটি ৪২ লক্ষ ৮ হাজার ৪০৫ টাকা দিতে হবে তাঁকে! কোনও বড় সংস্থার অফিসেও হয়তো এই টাকার বিদ্যুতের বিল আসে না। তাই ললিত কোনও সময় নষ্ট না করে বিদ্যুৎ দফতরের সঙ্গে যোগাযোগ করেন। তদন্তে উঠে আসে, যান্ত্রিক গোলযোগের কারণে 'মিটার রিডিং'-এ ভুল হয়েছে। তাই এই টাকা দেখিয়েছে। আদতে ললিতের বিদ্যুতের বিল হয়েছে ৪ হাজার ৪৭ টাকা।
রাজ্যের বিদ্যুৎ দফতরের তরফে জানান হয়েছে, মিটার রিডিং এবং সফটওয়্যার গোলযোগের কারণে অনেকেই ভুল বিদ্যুতের বিল পাচ্ছেন। তবে দ্রুত এই বিষয়টি ঠিক করার চেষ্টা চলছে। এদিকে হামিরপুর জোনের সাব ডিভিশনাল অফিসারকে ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে। তাঁকে এই সমস্যা সংক্রান্ত কিছু নথিও আনতে বলা হয়েছে। বিভাগীয় কোনও গাফিলতি থাকলে তার শাস্তি হবে বলে জানিয়েছে বিদ্যুৎ দফতর।