আত্মীয়কে খুন প্রবাসী বাবার।
শেষ আপডেট: 13th December 2024 08:14
দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থার শিকার হয়েছিল মেয়ে। বাবাকে জানিয়েছিল, তাদেরই 'আত্মীয়' অসভ্যতা করেছে তার সঙ্গে। অন্ধ্রপ্রদেশের অনামাইয়া জেলার ওবুলভারিপল্লির এই ঘটনায় কুয়েতে প্রবাসী বাবা দেশে এসে তাঁর সেই আত্মীয়কে খুন (Andhra Murder) করেছেন বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, ৩৫ বছর বয়সি আনজানেয়া প্রসাদ, শারীরিকভাবে অক্ষম ৫৯ বছর বয়সি আত্মীয় পি আনজানেয়ুলুকে নৃশংসভাবে হত্যা করেন। অভিযোগ, আনজানেয়ুলু প্রসাদের নাবালিকা কন্যাকে যৌন হেনস্থা করেছিলেন।
জানা গেছে, আনজানেয়া প্রসাদ ডিসেম্বর মাসের শুরুতে কুয়েত থেকে দেশে ফিরে আসেন। ৬ ও ৭ ডিসেম্বরের মধ্যবর্তী রাতে তিনি আনজানেয়ুলুকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন বলে পুলিশ জানিয়েছে। তখন আনজানেয়ুলু তার বাড়ির বাইরে ঘুমোচ্ছিলেন।
ঘটনার পর, আনজানেয়া প্রসাদ আবার কুয়েত ফিরে যান। সেখান থেকে তিনি একটি ভিডিও বার্তায় হত্যার দায় স্বীকার করেন। ভিডিওতে তিনি বলেন, তাঁর কন্যার অভিযোগের পরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তিনি আরও দাবি করেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে বাধ্য হয়েই তিনি নিজের হাতে বিচার করেছেন।
আনজানেয়া প্রসাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। তাঁকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।
অনেকেই বলছেন, এই ঘটনাটি সমাজে ন্যায়বিচার ও আইনের কার্যকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিচ্ছে। একজন বাবা কেন নিজের হাতে আইন তুলে নেবেন? পুলিশ যদি ঠিক সময়ে ব্যবস্থা নিত, তাহলে কি এই হত্যাকাণ্ড এড়ানো যেত? একথা সকলেই জানেন, যে ন্যায়বিচারের জন্য আদালতের উপর বিশ্বাস রাখা উচিত মানুষের। সেই বিশ্বাস ভঙ্গ হলে তখনই এমন ঘটনা ঘটতে পারে। ফলে এই ধরনের সমস্যা এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের।