শেষ আপডেট: 5th January 2025 18:58
দ্য ওয়াল ব্যুরো: গ্রামেরই এক গৃহবধূকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন যুবক। কয়েক মাস পর সেই যুবক এলাকায় ফিরে এলেও তখন তাঁর সঙ্গে ওই বধূ ছিলেন না। তাই নিয়েই যত ঝামেলা। দুই পরিবারের লোকজন একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকেন। সেই বচসার মধ্যে পড়ে ইটের আঘাতে মারাই গেল পাঁচ বছরের শিশু। ইটবৃষ্টিতে আহত হন সেই পরিবারের আরও দু'জন। পুলিশ গোটা ঘটনার মামলা রুজু করেছে।
উত্তরপ্রদেশের অলওয়ারের ঘটনা। সেখানকার রামগড় থানার করাউলি খালসা গ্রামের বাসিন্দা জসমল। গত ৩ নভেম্বর নিহত শিশুর বাড়ির বউকে কথার জালে ফাঁসিয়ে পালিয়ে যান জসমল। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে শিশুর পরিবারের লোকজন।
অভিযুক্ত যুবক দিন দুয়েক আগেই গ্রামে ফিরেছিলেন। কিন্তু সঙ্গে ওই বধূ ছিলেন না। জসমলকে তাঁর ব্যাপারে প্রশ্ন করা হলে জসমল ও শিশুর পরিবারের মধ্যে বচসা শুরু হয়। সে এমনই পর্যায়ে পৌঁছয় যে ইট-পাটকেল ছোড়াছুড়ি শুরু হয় দু'পক্ষের মধ্যে। তাতেই আঘাত লাগে শিশুটির।
নিহত শিশুর পরিবারের অভিযোগ, জসমলের পরিবারের মহিলারা লাঠি, পাথর নিয়ে চড়াও হন তাঁদের উপর। তাতে পাঁচ বছরের শিশুও ছাড় পায়নি।
ঘটনায় জসমল, ইন্নাস এবং আরশাদ নামে তিন জনের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর থেকে তিন অভিযুক্ত পলাতক। রামগড়ের ডিএসপি সুনীল কুমার জানিয়েছেন, তাঁদের খোঁজে তল্লাশি চলছে।