শেষ আপডেট: 30th November 2024 16:45
দ্য ওয়াল ব্যুরো: সকলেরই নজরে এসেছিল। কিন্তু, অনেকেই সাহায্যের হাত বাড়ায়নি। কারণ, দারুণ দুর্যোগ ঘূর্ণিপাক খাচ্ছে মাথার উপর। বড় বড় গাছ রাস্তার উপর পড়ে। জল থইথই করছে চতুর্দিক। তার মধ্যেই এটিএমের সামনে জলে ভাসছে এক যুবকের দেহ। জমা জলের ঢেউয়ের তালে দুলছেও। শেষে কয়েকজন কাঠের লগির খোঁচা মেরে ভেসে যাওয়া রাস্তা থেকে দেহটি তুলে পুলিশে খবর দেন। তামিলনাড়ুর চেন্নাই শহরের মুঠিয়ালপেট এলাকায় শনিবার একটি এটিএমে টাকা তুলতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের।
ফেঙ্গলের দাপটে চেন্নাই শহরের অধিকাংশ এলাকাই এখন জলের তলায়। তারমধ্যেই জমা জলে খোলা তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চন্দন নামে ওড়িশার ওই বাসিন্দার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি এটিএমে টাকা তুলতে এসেছিলেন। পুলিশ জানিয়েছে, চন্দন একটি বেসরকারি শোরুমে কাজ করতেন। কর্মীদের জন্য নির্দিষ্ট কোয়ার্টারে অন্যদের সঙ্গেই থাকতেন। দুর্যোগের সময় পকেটে টাকা থাকা ভালো ভেবে তিনি স্থানীয় এটিএমে এসেছিলেন।
এটিএমে ঢোকার সিঁড়িতে দাঁড়িয়ে তিনি দরজা ঠেলে খোলার চেষ্টা করেন। সেই সময় জলের কারণে তিনি ভারসাম্য হারিয়ে একটি লোহার খুঁটি ধরেন। কিন্তু বুঝতে পারেননি তাতে বিদ্যুৎ পরিবাহী তারের সংযোগ ছিল। ফলে প্রচণ্ড জোরে শক খেয়ে তিনি রাস্তায় ছিটকে পড়েন। জলে পড়ে তাঁর মৃতদেহ ভাসতে থাকে। মর্মান্তিক হল, সেই দৃশ্য দেখে অনেকেই মোবাইলে ছবিও তোলেন। কিন্তু বেশ কিছুক্ষণ পর কয়েকজন কাঠের লগি দিয়ে ঠেলে তাঁর দেহ জল থেকে তোলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।