শেষ আপডেট: 29th August 2024 12:24
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে মানুষখেকো নেকড়ের হানা। বাহারআইচ জেলার মাহসি ব্লকের সিসিয়া পঞ্চায়েত এবং আশপাশের অঞ্চলগুলিতেই মূলত হামলা চালাচ্ছে নেকড়ের দল। এখনও অবধি খবর, গত দু'মাসে তাদের শিকার হয়েছে সাতটি শিশু-সহ আট জন। জখম ২২ জন।
উত্তরপ্রদেশ বন দফতর বলছে, তিনটি নেকড়ে এই ঘটনা ঘটাচ্ছে। যাদের ধরতে ইতিমধ্যেই ২২টি দল গড়েছে। সেই দলে আছেন নিশানায় দক্ষ শিকারি এবং বন্যপ্রাণ বিশেষজ্ঞেরা। যোগী আদিত্যনাথ সরকারের বনমন্ত্রী অরুণকুমার সাক্সেনা বুধবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানিয়েছেন, নেকড়ের দলকে কব্জায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। ড্রোন, নাইট ভিশন্স-সহ নানা আধুনিক সরঞ্জাম দিয়ে নজর রাখা হচ্ছে নেকড়েদের ওপর।
সদলবদলে জঙ্গলে ঢুকে, ড্রোন উড়িয়ে মানুষখেকোর নাগাল আদৌ পাওয়া সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। মোদী সরকারের একদা ‘ন্যাশনাল চিতা অ্যাকশন প্ল্যান’ এর প্রধান তথা বন্যপ্রাণ বিশেষজ্ঞ যাদবেন্দ্রনাথ ঝালা মনে করছেন, এই কাজ সম্ভবত নেকড়েদের নয়। তাঁর মতে নেকড়ে লাজুক প্রকৃতির প্রাণী। মানুষকে আক্রমণের ঘটনাও কম। তিনি আশঙ্কা করছেন, অতীতে কাটার্নিয়াঘাট লাগোয়া জঙ্গলে বাঘ এবং চিতাবাঘের হামলায় মানুষের মৃত্যুর ঘটনার অনেক নজির আছে। এই কাজ তাদেরও হতে পারে।