শেষ আপডেট: 28th January 2025 19:58
দ্য ওয়াল ব্যুরো: গুলেন ব্যারি সিনড্রোম নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। এরই মধ্যে আবার গুজরাটে ফিরে এল 'কঙ্গো ফিভার'! আর তাতে মৃত্যুও হয়েছে একজনের। জামনগরে ৫১ বছর বয়সি এক ব্যক্তি প্রয়াত হয়েছেন। চিকিৎসকরা বলছেন, ৫ বছর পর এই রোগে কারও মৃত্যু হল দেশে।
গত ২১ জানুয়ারি থেকে মোহনভাই নামের এই ব্যক্তি হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার তাঁর মৃত্যু হয়েছে। মৃতের শরীর থেকে রক্তের নমুনা পুনেতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তারাই এই রোগের বিষয়টি নিশ্চিত করেছে। অর্থাৎ, ৫ বছরে এই প্রথম এই রোগের সন্ধান মিলেছে।
কী এই কঙ্গো ফিভার
এর পুরো নাম ক্রিইমেন কঙ্গো হেমোরাজিক ফিভার বা সিসিএইচএফ। এখনও পর্যন্ত এই রোগের কোনও ভ্যাকসিন বের হয়নি এবং মৃত্যুর হার ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে দাবি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট।
উপসর্গ কী
এই রোগ হলে মারাত্মক জ্বর, মাথাব্যাথা, পেশিতে যন্ত্রণা, অলসভাবে হয়। পাশাপাশি রোগে আক্রান্ত হওয়ার ২ দিনের মধ্যে পেট খারাপ, মুখে, গলায়, ত্বকে ব়্যাশ হতে পারে। মানসিক অবসাদেও ভুগতে পারেন অনেকে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গবাদি পশু থেকে অনেক সময় এই রোগের সংক্রমণ হয়। তাই সচেতন থাকাটা জরুরি। মানুষে-মানুষে সংক্রমণের ঘটনা এখনও পর্যন্ত দেখা না গেলেও তা যে সম্ভব নয় এমনটাও বলা হচ্ছে না। রোগীর সংস্পর্শে এলে বা তার রক্ত বা শরীরের অন্য কোনও তরল পদার্থের ছোঁয়া লাগলে সংক্রমণ ছড়াতে পারে।