শেষ আপডেট: 2nd November 2024 14:35
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভের বাফার জোনের বাইরে শৌচকর্ম করতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। হাতির আক্রমণে মৃত্যু হয়েছে তাঁর। বিগত তিনদিনে এই এলাকাতেই ১০টি হাতির মৃত্যু হয়েছে। এরই মধ্যে ঘটেছে এই দুর্ঘটনা। মৃতের নাম রামরতম যাদব (৬৫) বলে জানা গেছে।
উমারিয়া ডিভিশনাল ফরেস্ট অফিসার বিবেক সিং সংবাদমাধ্যমে জানিয়েছেন, রাজ্যের দেবরা গ্রামের বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি। শনিবার ভোরে তিনি শৌচকর্ম করার জন্য জঙ্গলে যান। সেই সময় বন্য হাতির পাল তাকে আক্রমণ করে। দৌঁড়নোর সময়ে পড়ে যান তিনি। ফলে পদপিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
বান্ধবগড়ে বুধবারই সাত হাতির মৃত্যু হয়েছিল। এরপর আরও তিনটি হাতির মৃত্যুর খবর সামনে আসে। জানা গেছিল, এই হাতির পালে আর ৩টি হাতিই বেঁচে রয়েছে। তারাই এই ব্যক্তির মৃত্যুর কারণ কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ওই তিনটি হাতিকে কাটনি জেলার জঙ্গলের কাছাকাছি দেখা গেছে।
যে হাতিগুলির মৃত্যু হয়েছে তার কী কারণ সে নিয়ে এখনও কোনও পোক্ত তথ্য মেলেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই পুরো বিষয়টা পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। দিল্লি থেকে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যে বান্ধবগড়ে এসে পৌঁছেছেন। নাগপুরের ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির আধিকারিকরা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখছেন।
সূত্রের খবর, সম্প্রতি কৃষকরা ফসলে কীটনাশক স্প্রে করেছিলেন। তা খাওয়ার পরই এমন কাণ্ড ঘটেছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে। বন দফতর সূত্রে খবর, প্রথমে দু’টি হাতিকে মৃত অবস্থায় পাওয়া গেলেও পরে সেই সংখ্যা সাতে গিয়ে পৌঁছয়। বর্তমানে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে দশে।