শেষ আপডেট: 1st November 2024 18:29
দ্য ওয়াল ব্যুরো: ‘হ্যালো স্যার, শিগগিরি আসুন, আমার বাড়ি থেকে আলু চুরি হয়ে গেছে,’— ১১২ ডায়াল করে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন এক ব্যক্তি। কাঁদো কাঁদো গলায় অভিযোগ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপর...
ঘটনাটি উত্তরপ্রদেশের হরদোইয়ের। দীপাবলির রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন ওই ব্যক্তি বাড়ির কাছের রাস্তায় বসে আছেন। ঢুলু ঢুলু চোখ। গলা অবধি মদ খাওয়া প্রৌঢ়র কাছে তদন্তকারীরা গোটা ব্যাপারটা জানতে চান। প্রশ্ন করেন, ‘আপনিই কি ফোন করেছিলেন?’ জড়ানো গলায় হাত নেড়ে জানান, ‘হ্যাঁ তিনিই অভিযোগকারী।’
এরপরই পুলিশ জানতে চান, কী চুরি হয়েছে? উত্তরে প্রৌঢ় বলেন বাড়ির বারান্দায় খোসা ছাড়িয়ে আলু রেখেছিলেন তিনি। তারপর খেতে চলে যান ভেতরে। ফিরে এসে দেখেন তাঁর ছুলে রাখা আলু ‘ভ্যানিশ’ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে শেষে ১১২ ডায়াল করেন তিনি।
পুলিশ এরপর জিজ্ঞেস করেন, কত আলু ছিল? তার উত্তরে ওই প্রৌঢ় বলেন, ‘২৫০ গ্রাম’। উত্তর শুনে যারপরনাই অবাক হয়ে যান পুলিশকর্মীরা। পাল্টা জিজ্ঞেস করেন ‘কেন মদ খেয়েছেন?’ উত্তরে প্রৌঢ়র সাফ জবাব, ‘দেখুন, দিনমজুরের কাজ করি। সারাদিন পর সন্ধ্যাবেলা একটু মদ নিয়ে বসি। কিন্তু সেটা প্রশ্ন নয়। আমার চুরি যাওয়া আলু খুঁজে দিন, ব্যাস। এর জন্যেই আপনাদের ফোন করেছি।’