শেষ আপডেট: 19th October 2023 18:20
দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর বললেও কম বলা হয়। সন্ধ্যা-রাতের ব্যস্ত নগরী। রাস্তাঘাট লোকে লোকারণ্য। তাঁদের যখন চোখে পড়েছিল সেই দৃশ্য, তখন শিউরে উঠেছিলেন সকলেই। দেখা গিয়েছিল, উড়ালপুল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে এক যুবকের দেহ, নিথর, নিশ্চুপ। মাথাটি সামান্য ঝুঁকে রয়েছে সামনে।
মহারাষ্ট্রের মুম্বইতে বান্দ্রা উড়ালপুলে এমনই ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হয়েছেন মানুষজন। জানা গেছে, উড়ালপুল থেকেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন এক যুবক। তাঁর পরনে সাদা জামা প্যান্ট। পিঠে ঝুলছে একটি কালো ব্যাগ। সেই অবস্থাতেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে জানা গেছে। সূত্রের খবর, ব্যস্ত সময়ে গলায় দড়ি বেঁধে উড়ালপুল থেকে আচমকা ঝাঁপ দেন ওই যুবক। তাতেই মৃত্যু হয়েছে তাঁর।
স্থানীয়রা সেই দৃশ্য দেখে খবর দেন পুলিশকে। ইতিমধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। ওই যুবকের পরিচয় কী, বাড়ি কোথায়, কেনই বা তিনি আত্মঘাতী হলেন, সমস্তটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।
দেখুন সেই ভিডিও:
Just in: Suicide At Mumbai bandra Highway pic.twitter.com/ZN4hVooTFa
— Shahid khan (@ShahidK18627918) October 18, 2023