শেষ আপডেট: 7th January 2025 18:53
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে বজ্র আঁটুনি, ফসকা গেরো… ফের রামমন্দিরের নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। এবার সবার চোখ এড়িয়ে মন্দিরের ভিতরের ছবি তুলতে গিয়ে বড়সড় বিপদে পড়লেন এক ব্যক্তি। রাম মন্দিরের বাইরের ছবি তোলার নিয়ম থাকলেও ভিতরে ছবি তোলায় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু অভিনব কায়দায় মন্দিরের ভিতরের ছবি তুলতে গিয়ে সমস্যায় পড়লেন তিনি।
ভাবছেন তো কড়া নিরাপত্তা বলয় পেরিয়ে কীভাবে এমন কাজ করা সম্ভব? জানা গেছে, আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নিজের চশমার মধ্যেই গোপন ক্যামেরা ফিট করে এমন কাণ্ড ওই ব্যক্তি ঘটিয়েছেন।
যদিও প্রথমে তাঁর চালাকি বুঝতে একটু দেরি হলেও পরে নিরাপত্তারক্ষীদের নজরেই পুরো বিষয়টা আসে। এরপর এক মুহূর্ত দেরি না করে তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। কী কারণে তিনি এমন কাণ্ড ঘটালেন তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সোমবার অযোধ্যার রাম মন্দিরে রাম লালার মূর্তি দর্শন করতে গেছিলেন তিনি। কিন্তু তাঁর চশমায় যে গোপন ক্যামেরা ফিট করা আছে আপাতদৃষ্টিতে তা দেখলে বোঝার কথা নয়। এরপর একে একে সব চেকিং পয়েন্ট পেরিয়ে সোজা মন্দিরে পৌঁছে যান তিনি। স্বাভাবিকভাবেই সেখানে ঢুকে মন্দিরের ভিতরের ছবি তাঁর ক্যামেরায় রেকর্ড করতে থাকেন।
বিষয়টি নিরাপত্তারক্ষীদের নজরে এলে স্নগেস্নগে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েহে, ওই ব্যক্তির চশমার ফ্রেমের দু’পাশে ক্যামেরা লাগানো ছিল। সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। রাম মন্দিরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্পেশ্যাল সিকিউরিটি ফোর্স। তারপরেও সব বেষ্টনী পেরিয়ে কীভাবে ওই ব্যক্তি মন্দিরে ঢুকে এমন কাণ্ড ঘটালেন তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।