শেষ আপডেট: 13th March 2025 13:34
দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তি সংক্রান্ত সমস্যার কারণে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েছিলেন। সেখানে গিয়ে মারাঠি ভাষায় কথা না বলার জন্য ডেভেলপমেন্ট অফিসারকে গালিগালাজ করে বিপাকে পড়লেন এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম টিপ্পান্না সুভাষ ডোকরে।
জানা গিয়েছে, মঙ্গলবার ডোকরে সম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যার কারণেই কর্নাটকের বেলাগাভির কিনিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে যান, তখনই এমন ঘটনা ঘটে। এদিকে পঞ্চায়েত দফতরের আধিকারিককে গালিগালাজ করায় বুধবার যুবককে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগ, সম্পত্তি সংক্রান্ত একটি নথি ডেভেলপমেন্ট অফিসার নগেন্দ্র পাট্টারের কাছে কন্নড়ের পরিবর্তে মারাঠি ভাষায় চেয়ে বসেন। এরপর পঞ্চায়েত অফিসের কর্তা মারাঠি ভাষা বুঝতে না পারায় আচমকাই তাঁকে গালিগালাজ দিতে শুরু করেন অভিযুক্ত টিপান্না।
কর্মকর্তার সঙ্গে অভিযুক্তর দুর্ব্যবহারের একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে যায়। এরপর বেলাগাভি গ্রামীণ পুলিশ ঘটনার তদন্তে নেমে কর্তব্যরত এক সরকারি কর্মীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে।
ಬೆಳಗಾವಿಯಲ್ಲಿ ಸರ್ಕಾರಿ ನೌಕರರಿಗೆ ರಕ್ಷಣೆ ಇಲ್ವಾ ? ಮರಾಠಿ ಮಾತನಾಡುವಂತೆ ಪಿಡಿಓ ಅವರಿಗೆ ಅವಾಚ್ಯ ಶಬ್ದಗಳಿಂದ ನಿಂದಿಸಿದ ಮರಾಠಿ ಪುಂ*ಡ.
— Belagavi - ಬೆಳಗಾವಿ (@BelagaviKA) March 12, 2025
ಇದು ಕರ್ನಾಟಕ, ನಾನು ಕನ್ನಡದಲ್ಲೆ ಮಾತನಾಡೋದು ಎಂದು ಕನ್ನಡ ಪ್ರೇಮ ಮೆರೆದ ಕಿಣೆಯೆ ಪಂಚಾಯತಿ ಪಿಡಿಓ ನಾಗೇಂದ್ರ ಪತ್ತಾರ ಅವರ ಪರವಾಗಿ ನಾವೆಲ್ಲರೂ ನಿಲ್ಲೋಣ ???????? #belagavika #belagavi pic.twitter.com/TaODpQqrkt
বেলাগাভির ডিসিপি (আইনশৃঙ্খলা) রোহন জগদীশ বলেন, "ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। কোনও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সাধারণ মানুষের এমন খারাপ ব্যবহারকে একেবারেই হালকাভাবে নেওয়া হবে না। অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে একজন সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে যুবকের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসেই মারাঠি ভাষায় এক যাত্রীর কথা না শোনার জন্য সরকারি বাসের একজন কন্ডাক্টরকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ।