শেষ আপডেট: 12th November 2024 19:00
দ্য ওয়াল ব্যুরো: রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার প্ল্যান ছিল। সে কারণেই রেল লাইনকে বেছে সোজা থার নিয়ে পৌঁছে গেছিলেন। এরপর যেমন ভাবনা, তেমন কাজ। রেললাইনে সোজা গাড়ি তুলে কায়দা করতে গিয়ে গ্রেফতার এক ব্যক্তি। রাজস্থানের জয়পুরের ঘটনা।
ঠিক কী ঘটেছিল?
সোমবার বেলার দিকে জয়পুরের কাছে রেল লাইনে নিজের গাড়ি নিয়ে সোজা চলে যান ওই ব্যক্তি। তাঁর নাম, পরিচয় জানা না গেলেও আরপিএফ জানিয়েছে, এদিন রিল বানানোর নেশায় রেললাইনের উপর গাড়ি তুলে দেন অভিযুক্ত। মদ খেয়ে ওই ব্যক্তির মনে হয়েছিল আজ কিছু একটা করে দেখাবেন। যা সোশ্যাল মিডিয়ায় তাঁকে আরও জনপ্রিয় করবে।
সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু তাল কাটল আচমকা অন্য দিক থেকে আসা মালগাড়ির শব্দে। বিষয়টি নজরে আসা মাত্রই থার নিয়ে সরে যাওয়ার চেষ্টা করতেই বাধে বিপত্তি। তাড়াহুড়োর মধ্যে গাড়িটি আটকে যায় রেল ট্র্যাকের মধ্যেই। অনেক চেষ্টা করলেও নিরাপদ জায়গায় সরে যেতে পারেননি।
পুরো বিষয়টি দূর থেকে নজর করছিলেন মালগাড়ির চালক। শেষমেশ ঠিক সময় গাড়ি থামিয়ে ওই ব্যক্তির প্রাণ বাঁচান লোকো পাইলট। ইতিমধ্যে অভিযুক্তর কেরামতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তিকে আটকে যেতে দেখে তাঁর গাড়িটি নিরাপদ জায়গায় বের করে আনার চেষ্টা করেন পুলিশ ও স্থানীয়রা। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
যদিও নিরাপদ জায়গায় এলেও গাড়ি থামাননি তিনি। ঘটনাস্থল থেকে সোজা চম্পট দেন। অভিযোগ, সে সময় তিন জনকে ধাক্কাও মারেন। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশ ধাওয়া করে অভিযুক্তকে পাকড়াও করে বলে খবর। বাজেয়াপ্ত করা হয় গাড়িও।