শেষ আপডেট: 26th July 2024 10:13
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত রবিবার যে মন্তব্য করেছিলেন তা ভারত সরকারের বক্তব্য নয় বলে ওই দেশকে জানিয়েছে নয়া দিল্লি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে সাংবিধানিক এক্তিয়ার স্মরণ করিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্রমন্ত্রক।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য, পররাষ্ট্র বিষয়ে মন্তব্য করার এক্তিয়ার শুধু কেন্দ্রীয় সরকারের রয়েছে। বিষয়টি সংবিধানের যৌথ তালিকাভুক্তও নয়। তাই অন্য রাষ্ট্রের বিষয়ে কেন্দ্রীয় সরকার বাদে আর কেউ মন্তব্য করতে পারেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় গত রবিবার ২১ জুলাইয়ের মঞ্চের ভাষণে মন্তব্য করেছিলেন বাংলাদেশের ঘটনায় আমাদের সমবেদনা রয়েছে। সেখানে শিক্ষার্থীদের রক্ত ঝরছে। আমাদের দরজায় এসে কেউ যদি কড়া নাড়ে তাহলে আমরা দরজা খুলে দেব। মানবিক কারণে এমন পদক্ষেপ করার কথা রাষ্ট্রসংঘের ঘোষণায় আছে। তবে বিষয়টি ভারত সরকারের এক্তিয়ারে পড়ে।
মমতার ওই মন্তব্যকে সহজভাবে নেয়নি বাংলাদেশ। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ তিনদিন আগে ঢাকায় সাংবাদিক বৈঠকে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল। তাঁর প্রতি সম্মান রেখেই বলছি, যে মন্তব্য তিনি আমাদের দেশ সম্পর্কে করেছেন তা অনভিপ্রেত। আমরা দিল্লির কাছে নোট পাঠিয়ে ওঁর কথার প্রতিবাদ জানিয়েছি। দুই দেশেই কূটনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা বাংলার মুখ্যমন্ত্রীর কথায় এমন আশঙ্কার ইঙ্গিত ছিল যে আন্দোলন দমনে সে দেশের সরকারের অভিযানের মুখে অনেকে সীমান্ত পেরনোর চেষ্টা করবে।
রণধীর জয়সওয়াল ফের জানিয়েছেন, বাংলাদেশের ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়। ভারত আশা করে দ্রুত সেখানে শান্তি ফিরবে। কোটা বিরোধী আন্দোলনকারীদের মুখে ভারত বিরোধী বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া চাইলে রণধীর কোনও মন্তব্য করেননি।