শেষ আপডেট: 25th July 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। সূত্রের খবর, শেষ মুহূর্তে সেই সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী।
২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক রয়েছে। প্রধানমন্ত্রীর ওই বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ছিল মমতার। একই সঙ্গে দলের সাংসদদের সঙ্গেও বৈঠক করার কথা ছিল তৃৃণমূল নেত্রীর। বৃহস্পতিবারের সফর বাতিল হওয়ায় শনিবার নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার ‘নজিরবিহীন’, ‘একপেশে’ বাজেট পেশ করার প্রতিবাদে নীতি আয়োগের গুরুত্বপূর্ণ বৈঠকটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়া জোটের বেশিরভাগ মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে তৃণমূল অবশ্য সম্পূর্ণ ভিন্ন বক্তব্যের কথা শুনিয়েছিল। দলের নেতা ডেরেক ও ব্রায়েন সংবাদ মাধ্যমকে বলেছিলেন, তৃণমূল কংগ্রেস বাকি বিরোধী দলগুলির সঙ্গে একযোগে সংসদে লড়াই করছে। করেও যাবে। তাই বলে জোটের সব সিদ্ধান্তে দলের সায় নাও থাকতে পারে।
তৃণমূল শিবিরের আরও একটি বক্তব্য হল, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে রাজ্যের দাবিদাওয়া পেশ করার পাশাপাশি বাজেটে বৈষম্য নিয়েও সরব হবেন। বিরোধী দলগুলির বক্তব্য, তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট আসলে গদি বাঁচানোর মরিয়া চেষ্টা। সরকারের দুই শরিক জনতা দল ইউনাইটেড ও তেলুগু দেশম পার্টিকে খুশি করতে বিহার ও অন্ধ্রপ্রদেশকে হাজার হাজার কোটি টাকার প্রকল্প দিয়েছে মোদী সরকার। বঞ্চনা করা হয়েছে বাকি রাজ্যগুলির প্রতি। নীতি আয়োগের বৈঠকে হাজির হয়ে এঘটনারও প্রতিবাদ জানানোর কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ফলে জোট ধর্ম পালনের কারণেই অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো মমতাও নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।