মাতোশ্রীতে উদ্ধব ঠাকরের বাড়িতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 12th July 2024 18:42
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে মুম্বইয়ের মাতোশ্রীতে শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে একান্ত বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দু'পক্ষরই দাবি, এটি শুধুই সৌজন্য সাক্ষাৎকার।
পরে মমতা-উদ্ধব সাংবাদিক বৈঠকও করেন। সেখানে ফের বাংলার কংগ্রেসের প্রসঙ্গ টেনে আনেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, "লোকসভা ভোটে বাংলায় ইন্ডিয়ার কোনও জোট হয়নি। ওখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি একসঙ্গে কাজ করে।"
পর্যবেক্ষকদের মতে, বড় শরিক কংগ্রেসকে চাপে রাখতেই বাংলায় কংগ্রেস-বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ এদিন ফের সামনে এনেছেন মমতা।
একই সঙ্গে এবারে 'মিলিজুলি' মোদী সরকার বেশিদিন ক্ষমতায় থাকবে না বলেও ফের ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল নেত্রী। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে শিবসেনাকে সাহায্য করতে তিনি প্রচারে আসবেন বলেও জানান।
আগামী ২২ জুলাই থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ১২ অগস্ট পর্যন্ত চলবে এই অধিবেশন। জনবিরোধী নীতি নিয়ে কীভাবে মোদী সরকারের ওপর চাপ তৈরি করা যায়, বৈঠকে তার কৌশল নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে খবর।
তবে শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের দাবি, "এটা আমাদের পারিবারিক বৈঠক ছিল। এখানে রাজনীতির তেমন কথা হয়নি।" আর মমতা বলেন, "আমাদের তৃণমূলের নীতি একটাই, সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানানো। আর সংসদের বিষয়ে ইন্ডিয়ার কমিটি রয়েছে। বাজেটের বিষয়ে কমিটির নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন।"
এরপর ইন্ডিয়া জোটের শরিক নেতা শরদ পাওয়ার ও অখিলেশ যাদবের সঙ্গে দেখা করবেন তৃণমূল নেত্রী। সন্ধেয় যোগ দেবেন মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে। তাঁর আগে তৃণমূল নেত্রীর এই রাজনৈতিক বৈঠক যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, লোকসভা ভোটের পর জোট শরিক নেতাদের সঙ্গে মমতার এটাই প্রথম বৈঠক।