Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর৭২ ঘণ্টায় পাঁচজন গ্রেফতার, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশআবারও আকাশ কালো, রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা, জল ছাড়ছে ডিভিসিভোটার তালিকা সংশোধন ঘিরে চিন্তায় বিহার বিজেপিও, নাম বাদ গেছে বহু দলীয় সমর্থকেরএয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার আগে জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাবাক্ স্বাধীনতা সীমাহীন নয়, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলায় কেন বলল সুপ্রিম কোর্টব্রেকআপের পর পর্ন বানিয়ে টাকা রোজগার প্রাক্তন প্রেমিকের, অসমের মেয়ে হয়ে গেলেন ‘বেবিডল আর্চি’
Niti Aayog Meeting

নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন মমতা, থাকতে পারেন ঝাড়খণ্ডের হেমন্তও

সকাল ১০টা থেকে শুরু হয়েছে বৈঠক। রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক চলছে। বৈঠকের মূল আলোচ্য— ‘বিকশিত ভারত’।

নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন মমতা, থাকতে পারেন ঝাড়খণ্ডের হেমন্তও

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 27 July 2024 04:40

দ্য ওয়াল ব্যুরো: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শনিবার সকালে নির্ধারিত সময়ের আগেই রাষ্ট্রপতি ভবনের পৌঁছে গেলেন বংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সাড়ে ন'টা নাগাদ দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা দেন তিনি।

সকাল ১০টা থেকে শুরু হয়েছে বৈঠক। রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক চলছে। বৈঠকের মূল আলোচ্য— ‘বিকশিত ভারত’। বাংলার মুখ্যমন্ত্রীর পাশাপাশি বৈঠকে যোগ দিতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সরেনও। তবে বাজেট বৈষম্যর অভিযোগে কংগ্রেসের তিন মুখ্যমন্ত্রী ছাড়াও তামিলনাড়ুর এমকে স্ট্যালিন এবং কেরলের পিনারাই বিজয়ন বৈঠকে যোগ দিচ্ছেন না।

জানা যাচ্ছে, ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষকে সামনে রেখে সরকার দেশের ‘ভিশন ডকুমেন্ট’ তৈরি করতে চায়। এ ব্যাপারে দেশের সামগ্রিক উন্নয়ন নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হবে। 

স্বাভাবিকভাবে বাংলার মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেওয়া বাম, কংগ্রেসের একাংশ প্রশ্ন তুলেছিল। তবে শুক্রবার বিকেলে দিল্লিতে পৌঁছেই নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে নিজের কারণ স্পষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, "নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছিলাম। আগে আলোচনা করলে অন্য কিছু ভাবতাম।" মমতা এও জানান, "বঞ্চনা নিয়ে বলতে দিলে বলব, না হলে প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসব।"

প্রসঙ্গত এ ব্যাপারে তৃণমূলের যে ভিন্ন বক্তব্য রয়েছে, সেটা কয়েকদিন আগেই স্পষ্ট করেছিলেন দলের নেতা ডেরেক ও ব্রায়েন। সংবাদমাধ্যমে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস বাকি বিরোধী দলগুলির সঙ্গে একযোগে সংসদে লড়াই করছে। করেও যাবে। তাই বলে জোটের সব সিদ্ধান্তে দলের সায় নাও থাকতে পারে। তৃণমূলের আরও একটি বক্তব্য হল, নীতি আয়োগের বৈঠকে যোগ না দিলে তো রাজ্যের দাবিদাওয়া পেশ করার পাশাপাশি বাজেটে বৈষম্য নিয়েও সরব হওয়ার সুযোগ হাতছাড়া করা হবে।

শুক্রবার দিল্লি পৌঁছে মমতাও জানান, তিনি বৈঠকে যোগ দিয়ে সব বঞ্চিত রাজ্যের হয়েই কথা বলবেন।


ভিডিও স্টোরি