শেষ আপডেট: 5th February 2025 15:42
দ্য ওয়াল ব্যুরো: চলতি বাজেট অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তাল সংসদের দুই কক্ষ। তিনদিন কেটে গেলেও সময় যত গড়াচ্ছে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। এবার সংসদে দাঁড়িয়ে বিজেপি সাংসদকে রীতিমতো হুঙ্কার দিয়ে চুপ করালেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। মনে করিয়ে দিলেন বাবার সঙ্গে সম্পর্কের কথা। যা নিয়ে বিতর্ক চরমে।
গত ৩১ জানুয়ারি থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। মঙ্গলবার ছিল তার তৃতীয় দিন। এর মধ্যেই রাজ্যসভায় দাঁড়িয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর আজাদের পুত্র বিজেপি সাংসদ নীরজ শেখরকে ধমক দেন খাড়্গে।
#MallikarjunKharge सदन में #डॉलर के मुकाबले #रुपया कमज़ोर होने पर बोल रहे थे. तभी #BJP सांसद #नीरज_शेखर ने उन पर कमेंट का4 दिया.#मल्लिकार्जुन_खड़गे ने कहा कि–
— Ruby Arun रूबी अरुण ???????? (@arunruby08) February 3, 2025
तेरा बाप भी इधर मेरे साथ ही था. उसको लेकर मैं घुमा. तू क्या बोलेगा. चुप. चुप करके बैठ.... pic.twitter.com/zBr73LpcrK
মঙ্গলবার ডলারের নিরিখে রুপির পতন নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখছিলেন তিনি। বলেন, ‘২০১৪ সালের আগে ১ ডলারের নিরিখে রুপির দর ছিল ৬০ টাকা। সে সময় গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিষয়টি নিয়ে কটাক্ষ করেছিলেন মোদী। বলেছিলেন, রুপি নাকি হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছে।’ এরপরই চলতি বছরে রুপির পতন নিয়ে প্রধানমন্ত্রীকে যখন আক্রমণ করতে যাচ্ছেন, ঠিক সেই সময় তাঁর কথার মাঝে বাধা দেন নীরজ শেখর। তাতেই চূড়ান্ত চটে যান কংগ্রেস নেতা।
বিজেপি সাংসদকে রীতিমতো কটাক্ষ করে তিনি মনে করিয়ে দেন, ‘তোমার বাপেরও আমি সঙ্গী ছিলাম, তুমি কী বলবে? তোমাকে নিয়েও ঘুরেছি। চুপচাপ বসে পড়।' বিরোধী দলনেতার এমন হুঙ্কারের পরেই উত্তাল হয়ে ওঠে সংসদের উচ্চ কক্ষ। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ ময়দানে নামতে হয় অধ্যক্ষ জগদীপ ধনখড়কে।
ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানেই বিজেপি সাংসদকে রীতিমতো ধমক দিতে দেখা যাচ্ছে ক্ষুব্ধ মল্লিকার্জুন খাড়্গেকে। বাবাকে নিয়ে এমন মন্তব্য করায় কংগ্রেস নেতাকে ক্ষমা চাইতে বলেন অধ্যক্ষ। জবাবে খাড়েগ জানান, তাঁকে এবং প্রয়াত চন্দ্র শেখরকে একসাথে গ্রেফতার করা হয়েছিল। এজন্যই তিনি বলেছিলেন তোমার বাবা আমার সঙ্গী ছিলেন।
জগদীপ ধনখড় প্রশ্ন করেন, কীভাবে আপনি 'আপকে বাপ' শব্দ বলতে পারলেন? চন্দ্র শেখরজির প্রতি শ্রদ্ধা রাখতে দয়া করে তা প্রত্যাহার করুন। খাড়েগ জানান, কাউকে অপমান করা তাঁর অভ্যাস নয়।
এরপর তিনি বিজেপির বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংকে অপমান করার অভিযোগ করে বলেন, "কেউ বলেছিল তিনি স্নানের সময় রেইনকোট পরেন, কেউ বলেছিল তিনি কথা বলেন না, কেউ বলেছিল তিনি সরকার চালাতে পারবেন না। তারা এই ধরনের অপমানজনক মন্তব্য করেছিল, কিন্তু তিনি তা সহ্য করেছিলেন এবং দেশের স্বার্থে চুপ করে ছিলেন। তাকে মৌনি বাবা বলা হত। মানুষকে অপমান করার এই অভ্যাস তাদের, আমরাই অপমান সহ্য করি।"
খাড়েগের সঙ্গে নীরজের সম্পর্ক অত্যন্ত ভাল। বরাবরই তাঁদের হাসিমুখে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা গেছে। কিন্তু মঙ্গলবার কথা কাটতেই বিজেপি সাংসদের উপর অগ্নিশর্মা হয়ে যান খাড়েগ।