শেষ আপডেট: 25th September 2024 14:49
দ্য ওয়াল ব্যুরো: মালয়ালম সিনেমার অভিনেতা ইডাভেলা বাবুকে বুধবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার করল কেরল পুলিশের #MeToo তদন্তকারী বিশেষ দল। এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে উত্তর এরনাকুলাম টাউন পুলিশ এদিন সকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে অভিনেতাকে। তারপর গ্রেফতার করা হয় মালয়ালম সিনেমার শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অফ মালয়ালম মুভি আর্টিস্টসের (আম্মা) প্রাক্তন সাধারণ সম্পাদক ইডাভেলা বাবুকে।
আবেদনকারিণীর অভিযোগ, বাবুর কালুরের বাড়িতে তাঁকে ধর্ষণ করা হয়। ওই অভিনেত্রী তাঁর বাড়িতে আম্মার সদস্য হওয়ার ফর্ম ভরতে গিয়েছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে অভিনেতাকে কোচির কোস্টাল পুলিশ সদর কার্যালয়ে ডাকা হয়েছিল। প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু, এই অভিযোগের কারণে তিনি মালয়ালম অভিনেতা তথা সিপিএম বিধায়ক মুকেশের মতোই আগাম জামিন নিয়েছিলেন। গত ৫ সেপ্টেম্বর এরনাকুলাম জেলা প্রিন্সিপাল দায়রা আদালত তাঁর আগাম জামিন মঞ্জুর করে।
সেই হিসাবে গ্রেফতারি নথিভুক্ত হলেও বাবুকে হেফাজতে নিতে পারবে না পুলিশ। তাঁকে ছেড়ে দেওয়ার আগে অভিনেতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাতে তাঁর যৌন ক্ষমতাও পরীক্ষা করে দেখা হয়। বাবুর বিরুদ্ধে যৌন নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ এনেছেন কোচির এক অভিনেত্রী। এই মহিলাই অভিনেতা-বিধায়ক মুকেশ, জয়সূর্য, মণিয়ানপিল্লা রাজু, আইনজীবী চন্দ্রশেখরন এবং প্রোডাকশন কন্ট্রোলার নোবেল ও ভিচুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।