শেষ আপডেট: 11th January 2025 11:40
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক মাস ধরে দেশে সাইবার ক্রাইম থেকে শুরু করে নানা ধরনের প্রতারণার ঘটনা বেড়েছে। এবার বিহারে ধরা পড়ল আজব এক প্রতারণাচক্র। গর্ভবতী হতে চাইলে যোগাযোগ করতে বলছিল প্রতারকরা, তার বদলে মহিলাদেরই নাকি টাকা দেওয়া হবে! এই চক্রের তিন মাথাকে অবশেষে নওদা জেলা থেকে পাকড়াও করেছে পুলিশ।
বিহার পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত তিন ব্যক্তি প্রিন্স রাজ, ভোলা কুমার, রাজু কুমার 'অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব', 'প্লেবয় সার্ভিস' নামের প্রোগ্রাম চালাত। হোয়াটসঅ্যাপ বা ফোনকলের মাধ্যমে বিভিন্ন জেলা বা রাজ্যের মহিলাদের সঙ্গে যোগাযোগ করত। এই মহিলারা মূলত অনেক বছর চেষ্টা করেও সন্তান নিতে পারেননি। খুঁজে খুঁজে সেইসব মহিলাদের সঙ্গেই যোগাযোগ করত তারা। তারপর তাদের 'অফার' দেওয়া হত গর্ভবতী হওয়ার। একইসঙ্গে ৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হত।
পুলিশি তদন্তে এও উঠে এসেছে, প্রতিশ্রুতি মতো যদি কোনও মহিলা গর্ভবর্তী না হতেন তাহলে ৫ লক্ষ টাকা তো বটেই, আরও ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলত প্রতারকরা। এই লোভেই আরও বেশি করে মহিলারা তাদের ফাঁদে পড়ত। কিন্তু প্রতারকদের লাভ কী হত? পুলিশ জেনেছে, তাঁদের থেকে 'পরিষেবা' পেতে ৫০০ থেকে ২০ হাজার টাকার রেজিস্ট্রেশন ফি নিত প্রতারকরা। তাদের গ্রেফতার করে ৬টি স্মার্টফোন এবং কিছু নথি উদ্ধার করা হয়েছে।
এখনও পর্যন্ত ঠিক কতজন মহিলাকে তারা প্রতারণার ফাঁদে ফেলেছে তা জানতে পারেনি পুলিশ। তবে বিহার পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত তারা এই তথ্য সামনে আনবে এবং যাদের যাদের টাকা খোয়া গেছে তা ফেরত দেওয়ার চেষ্টা করা হবে। অনুমান, অন্তত পাঁচ থেকে দশ রাজ্যে এই প্রতারণার জাল ছড়িয়েছে।